পোষ্টটি লিখেছেন STJ- আল আমিন TM
ই-মেইলঃ- alaminjpi@gmail.comফেসবুকঃ- Al Amin ET
ব্লগঃ- আল আমিন ET.কম
╚══════════════════════ ╬ ════════════════════╝
প্রথমে এখান থেকে flesh prep software টি ডাউনলোড করে নিন। সেটি আনজিব করে নিন।
- ফোলডারে ঢুকে flesh prep.cmd খুলুন। পেন ড্রাইব অবশ্যই লাগানো থাকতে হবে।
- তারপর পেন ড্রাইবটি ফরমেট করুন। ফরমেট হয়ে গেলে software বন্ধ না করে run menu cmd লিখে এন্টার দিন। (আপনার flesh prep software ফোল্ডারের ভিতরে দেখবেন bootsect folder আছে bootsect.exe নামে একটি ফাইল আছে।)
- command prmot মাধ্যমে ফোল্ডারের মধ্যে ঢুকে টাইপ করুন bootsect.exe /nt52 g: (g: হচ্ছে আপনার পেন ড্রাইব যেটি ড্রাইব লেটার থাকবে সেটি)। আপনি যদি সম্পুর্ন ভাবে করতে পারেন তাহলে আপান একটি কনপারমেশন লিখা আসবে bootcode was successfully update on all terget volume.
- এর পর সেখান থেকে বের হয়ে যাবেন। তারপর উপরে দেখানো ছবি থেকে ডান পাশের pe to usb টি বন্ধ করলে বাম পাশের টি থাকবে এর পর ১-৪ পর্যন্ত কমান্ডগুলো লক্ষ করুন।
- ১ নাম্বার দিয়ে উন্ডোজ সিডি পাথ দেখিয়ে দিবেন। ২ নাম্বার দিয়ে একটি "T' নামে ভার্চূয়েল মেমোরি তৈরী করবেন ৩ নাম্বার দিয়ে আপনার usb dive letter যেটি থাকবে সেটি দিখিয়ে দিবেন। ৪ নম্বার সিলেক্ট করলে সিডি খেকে আপনার পেন ড্রাইবে উন্ডোজ কপি হওয়া শুরু হবে এবং আপনি কপি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- এর পর যা কমান্ড আসবে সব yes দিয়ে দিবেন।
এর পর bios এ গিয়ে boot from usb করে দিন.তারপর মজা দেখবেন। বি.দ্র. বুট হওয়ার পর ২ নাম্বাটি সিলেক্ট করবেন।
Responses
0 Respones to "!!উপভোগ করুন সিডি ছাড়া পেন ড্রাইভ থেকে উন্ডোজ এক্সপি সেটাপ!!"
Post a Comment