যত্নে থাকুক আপনার সাধের ল্যাপটপ



বর্তমানে বাংলাদেশে এখন ল্যাপটপের ব্যাপক চাহিদা। বিভিন্ন সুবিধার কারনে অনেকেই এখন ডেস্কটপ এর পরিবর্তে ল্যাপটপ ব্যবহার করছে। যদিও প্রোফেশনাল কাজের জন্য ডেস্কটপই উপযুক্ত। তবে যারা শখের বশে কম্পিউটার ব্যবহার করেন, তাদের ল্যাপটপ কেনাই উচিত।

শুধু ল্যাপটপ কিনে ব্যবহার করলেই চলবে না। ব্যবহার এর সাথে সাথে নিয়মিতভাবে এর যত্নও নিতে হবে। তা না হলে আপনার সাধের ল্যাপটপ একদিন হঠাৎ উষ্ঠা খাবে।

সাধের এই ল্যাপটপটি যাতে দীর্ঘদিন ঠিকভাবে সার্ভিস দিতে পারে সে জন্য কিছু টিপস দিলাম; টিপস গুলো মানলে ভালো, না মানলে আরো ভালো (নষ্ট হলে নতুন আর একটা পাবেন ।)

I. ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখুন।

II. সরাসরি সূর্যের আলোতে ল্যাপটপ ব্যাবহার করবেন না। কারন এতে আপনার ল্যাপটপ খুব দ্রুত গরম হয়ে যে কোন ধরনের ক্ষতি হতে পারে।

III. প্রসেসরের উপর চাপ কমাতে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করে দিন।

IV. ব্যাটারির কানেক্টর এর লাইন মাঝে মাঝে পরিষ্কার কর।

V. উইন্ডোগুলো দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন।

VI. সব সময় হার্ডডিস্ক থেকে মুভি ও গান চলাবেন। কারন ল্যাপটপের সিডি/ডিভিডি রমের ক্ষমতা কম হয়ে থাকে।

VII. এয়ার ভেন্টের পথ খোলা রাখবেন এবং সহজে বাতাস চলাচল করে এমন স্থানে ল্যাপটপ রেখে কাজ করবেন।

VIII. শাট ডাউন এর পরিবর্তে হাইবারনেট অথবা স্লিপ অপশন ব্যাবহার করবেন (অপশনাল)।

IX. দরকার ছাড়া ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখবেন।

X. হার্ডডিস্ক ও সিপিইউ এর মেইটিনেন্স এর সময় কোন কাজ করা উচিত নয়।

XI. ব্যাটারি যদি কম ব্যবহার করা হয় বা একবারেই ব্যবহার না করা হলে এর আয়ু কমে যায়। এর থেকে বাঁচার জন্য সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানোর চেষ্টা করুন।

XII. সপ্তাহে অন্তত একবার হার্ডডিস্ক ডিফ্রাগমেন্ট করুন।

XIII. অপ্রয়োজনীয় বা ব্যবহার করেন না এমন প্রোগ্রাম/সফটওয়্যার গুলো আনইনষ্টল করুন।


Responses

0 Respones to "যত্নে থাকুক আপনার সাধের ল্যাপটপ"

Return to top of page Copyright © 2011 | AL AMIN ET Converted into Blogger Template by SEO Templates