কিভাবে Merge Cells এর ডাটা গুলো Original Value হিসাবে Unmerge করাবেন?



Excel Database এর কাজের স্বার্থে আপনাকে বিভিন্ন সময় Cell গুলো কে Merge Cells করার প্রয়োজন পড়তে পাড়ে। কিন্তু পরঃক্ষনে সেই ডাটা গুলো পুনঃরায় আবার Unmerge করার প্রয়োজন হয়। Microsoft Excel Unmerge Cells করা খুবই সহজ বিষয়।

কিভাবে Unmerge Cells করবেন?
১. Merge Cells গুলোর Area Select করুন অথবা যে Merge Cell টা Unmerge করতে চান সেটা Select করুন।
২. এর পরে Home Tab হতে Alignment Group ‘Merge & Center’ বাটনে Click করুন।


Unmerge Cells

অথবা
‘Merge & Center’ বাটোনের পাশের Drop Down এ ক্লিক করে ‘Unmerge Cells’ করুন।

Unmerge Cells Drop-down

এটা গেলো Basic Level এর Cell Unmerge করার প্রক্রিয়া। এখন আসি একটু Advance Level
যদি এমন হয় যে Cell গুলো Unmerge করার সাথে সাথে পূর্বের Cell এর Data গুলোও Copy করে দিতে হবে। অনেক টা নিচের ছবির মত

Unmerge Cell With Coped Data

তাহলে কি করবেন?
ভাবুন...!
কি? একটা একটা করে Copy-Past করবেন?
এই স্বীদ্ধান্ত মটেও বুদ্ধিমানের হবে না।
আসুন একটু অন্যভাবে চিন্তা করি

Subscribe to our SolveTune channel: Subscribe


১. পূর্বের ন্যায় Marge Cells গুলো Unmerge Cells করি। তার পরে এটা নিশ্চিত হয় যে Unmerge Cells করার Area টা ঠিকঠাক Select করা আছে কিনা?
২. এর পরে Home Tab এর Editing Group Find & Select টা খুজে নিন।

Go To Special


৩. উপরে নির্দেশনা অনুযায়ী Find & Select Click করে Go To Special টা Select করুন।
৪. এখন নিচের মত একটা Dialog Box আসবে সেখান থেকে ‘Blank’ Select করে ‘Ok’ করুন।
Set Go To Special to Blank Radio

৫. এখন আসুন মুল কাজে, যে ফাকা Cell গুলো পাবেন তার মদ্ধ্য থেকে যে কোন একটি Cells Click করুন। তার পরে ‘=’ দিয়ে যে সেল টার সাথে এটা Merge করা ছিলো সেটা কে চিনিয়ে দিন। নিচের দেখানো ছবির মত অনুসরন করুন।

Lets set formula like '=A3'

৬. এখন এই Formula লেখার পরে Ctrl + Enter  চাপুন।
কি? ফলাফল টা দেখতে নিচের ছবির মত হয়েছে?

Resultant Data

যদি এমন হয়ে থাকে তাহলে আপনি Copy-Past এর হাত থেকে বেচে গেলেন।

কোন প্রকার মতামত থাকলে নিচে কমেন্ট করুন।
সকলেই ভালো থুকুন সবক্ষনে...
সাথে থাকুন দেখুন, শিখুন, মতামত থাকলে শেয়ার করুন...


Responses

0 Respones to "কিভাবে Merge Cells এর ডাটা গুলো Original Value হিসাবে Unmerge করাবেন?"

Return to top of page Copyright © 2011 | AL AMIN ET Converted into Blogger Template by SEO Templates