GP MMS দিয়ে অ্যান্ড্রয়েড (Android) এর সকল এ্যপ্স (Apps) ফ্রি (Free) ব্যবহার করুন খুব সহজে



প্রথমেই বলে রাখি, এর জন্য একটি গ্রামীণ সিম এবং Android মোবাইল আবস্যক।
Rooted মোবাইলের জন্যঃ এর জন্য আপনার মোবাইল অবস্যই রুটেড হতে হবে। প্রথমে ORbot: Proxy with Tor নামক সফটওয়্যারটা ডাউনলোড করে নিন প্লেয় স্টোর অথবা এখান থেকেএরপর একটি নতুন Access Point খুলুন নিচের মত করেঃ
Name: Orbot (চাইলে ইচ্ছে মত নাম দিন)
Apn: gpmms
Proxy, Port এ কিছু লিখবেন না। 
_
এরপর Orbot নামক সফটওয়্যারটা ইন্সটল করে ওপেন করুন। নেক্সট দিতে থাকুন, সুপারইউজার পারমিশন চায়লে Allow করুন। 
_
 এরপর Proxy All apps through Tor  এ ক্লিক দিয়ে নেক্সট এ ক্লিক দিনঃ
 _
এরপর নেক্সট/ফিনিশ দিতে থাকুন
 _
এরপর মেনু অপশোনে গিয়ে স্ক্রল নিচে নিয়ে যান এবং অপশন গুলা নিচের মত পূরণ করুনঃ
Outbound Proxy Type: HTTPS (সব বড় হাতের হলে ভাল হয়)
Outbound Proxy Host: 10.128.1.2
Outboud Proxy Port: 8080
এরপর Back বাটন দিয়ে নিচের দেখানো স্ক্রীনে ফিরে আসুন।
_
এরপর Option/Menu বাটনে প্রেস করে Start এ ক্লিক দিন। তবে সবচেয়ে ভাল হয়, যদি Start এ ক্লিক দেয়ার আগে Screen Timeout/Sleep timer বাড়িয়ে দেন। আমি ৩০ মিনিটে রেখেছিঃ
স্টার্ট বাটোনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন।
কিছুক্ষণ পর কনফরমেশন মেসেজের লেখা আসবে। এবং মেইন স্ক্রীনটা সবুজ হয়ে যাবে।
::=::=::
ব্যাস, আপনার আসল কাজ শেষ। আপনার প্রক্সি ঠিক মত কনফিগার্ড হয়েহে কি না, তা জানতে ঊপরের গ্লোব দেখান আইকন অপশনে ক্লিক দিন এবং Okay তে ক্লিক দিয়ে যেকোন ব্রাউজারের আইকনে ক্লিক দিন। কিছুক্ষন লোড নেওয়ার পরে কনফরমেশন মেসেজ দেখতে পাবেন।
অর্থাৎ আপনার প্রক্সি ঠিক মত কনফিগার্ড হয়েছে। যদি কোন পেইজ না আসে, Orbot ঢুকে একবার Stop এ ক্লিক দিয়ে আবার Start এ ক্লিক দিন। আশা করি হয়ে যাবে...
_::=::=::
 
আশা করি, এরপর ফ্রী ইন্টারনেট ব্যবহারে কোন সমস্যা হবে না। তবুও যদি সমস্যা হয়, আমাকে ফেইসবুকে এড করতে পারেন।


Responses

0 Respones to "GP MMS দিয়ে অ্যান্ড্রয়েড (Android) এর সকল এ্যপ্স (Apps) ফ্রি (Free) ব্যবহার করুন খুব সহজে "

Return to top of page Copyright © 2011 | AL AMIN ET Converted into Blogger Template by SEO Templates