শতকরা হিসাবের সকল জটিলতার অবসান || Microsoft Office Excel Bangla Tutorial || Basic to Advance



আল্লাহর অশেষ রহমতে আশা করি সকলেই ভালো আছেন।
মাইক্রোসফট অফিস এক্সেল এর percentage/শতকরা (%) এর যে সকল ব্যবহার ক্ষেত্র রয়েছে তার সকল বিষয় গুলি ধারাবাহিক ভাবে তুলে ধরা হল।


আলোচিত বিষয় সমুহঃ
১. Excel percentage formula এর সাধারন ব্যবহার।
২. মোট সংখ্যার উপরে percentage formula.
৩. একাধিক ডাটার সমষ্টি নিয়ে মোট সংখ্যার উপরে percentage formula.
৪. ডাটা পরিবর্তে হার বের করা ফর্মুলা।
৫. Excel percentage formula এর ব্যবহার করে শতকরা হারে ডাটা বাড়ানো/কমানো।
৬. পূর্বের ডাটা টি শতকরা হারে বাড়িয়ে/কমিয়ে নেওয়া।



বিস্তারিত বর্ননাঃ
১. Excel percentage formula এর সাধারন ব্যবহার।
মাইক্রোসফট এক্সেলে শতকরা বের করার ফর্মুলা টা এই রকমের হয়ে থাকে
=মূল সংখ্যা*শতকরা সংখ্যা%
=100*10%

=E5*10%
Ans: 10
এছাড়াও আমরা যে শতকরা বের করতে চাইবো সেটা কে একটা % দিয়ে সেল এর মধ্যে রাখে শুধুমাত্র ভ্যালু দুই টা কে গুন করে দিলেই হবে।


=E5*F5
Ans: 10




২. মোট সংখ্যার উপরে percentage formula.
ধরি ৪জনের কাছে যথাক্রমে ১০০, ১১০, ১২০, ১৩০ টাকা করে সর্বমোট ৪৬০টাকা আছে। এখন যদি এই সর্বমোট টাকা এর মধ্যে কার কাছে কত শতাংশ টাকা আছে বের করতে চাই তাহলে নিম্নে ফর্মুলা ব্যবহার করতে হবে।
= কাঙ্খিত সংখ্যা/সর্বমোট সংখ্যা%
=100/460%

=E15/E19%
Ans: 21.73913043




৩. একাধিক ডাটার সমষ্টি নিয়ে মোট সংখ্যার উপরে percentage formula.
একটি ডাটা শীট এ যদি একই রেফারেন্স ভেলুর বিপরীতে একাধিক ডাটা থেকে থাকে তাহলে সেটার সর্বমোট থেকে ওই আলাদা রেফারেন্স ভেলুর শতকরা বের করতে চাইলে নিচের ফর্মুলা টি ব্যবহার করুন।
=SUMIF(Range,Criteria,Sum_Range)/Total%


=SUMIF(D25:D28,"A",E25:E28)/E29%
Ans: 47.82608696


৪. ডাটা পরিবর্তে হার বের করা ফর্মুলা।
ধরে নিই একটি পন্যের দাম পূর্বে ১১০টাকা ছিল এখন এটার নতুন দাম ১২০টাকা নির্ধারণ করা হয়েছে তাহলে ঠিক দাম টি শতকরা কত বৃদ্ধি পেলে সেটা বের করতে চাইলে নিচের ফর্মুলা ব্যবহার করুন।
=(নতুন দাম – পূর্বের দাম)/পূর্বের দাম%


==(F36-E36)/E36%
Ans: 9.090909091


৫. Excel percentage formula এর ব্যবহার করে শতকরা হারে বাড়ানো/কমানো।
ধরে নিই, ১২০ টাকা এর ২০ শতাংশ বৃদ্ধি করতে হবে এখন যদি এই শতকরা হিসাব টা করতে হয় তাহলে ১২০ এর ২০% বের করে যে ভ্যালু আসবে সেটা কে পুনঃরায় ১২০ এর সাথে যোগ করতে হবে। আসুন নিচে ফর্মুলা টার ব্যবহার দেখি।
=রেফারেন্স ভ্যালু * (১ + শতকরা ভ্যালু%)

=E47*(1+F47%)
Ans: 144
একই ভাবে শতকরা হারে কমানো যায় সেই ক্ষেত্রে একই ফর্মুলাতে শুধু মাত্র ‘+’ এর পরিবর্তে ‘-‘ চিহ্ন ব্যবহার করতে হবে।
=E47*(1-F47%)
Ans: 96
৬. পূর্বের ডাটা টি শতকরা হারে বাড়িয়ে/কমিয়ে নেওয়া।
ডাটা এর জায়গা পরিবর্তন না করে একই স্থানে শতকরা হারে ভ্যালু পরিবর্তন করতে চাইলে নিচের ভিডিও এর দেখানো টিপস টি দেখুন।


Source File Download Link: Click Here (Don't be confuse this is save for all) 




Responses

0 Respones to "শতকরা হিসাবের সকল জটিলতার অবসান || Microsoft Office Excel Bangla Tutorial || Basic to Advance "

Return to top of page Copyright © 2011 | AL AMIN ET Converted into Blogger Template by SEO Templates