সম্প্রতি উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর নকিয়ার লুমিয়া বর্্যান্ডের নতুন একটি স্মার্টফোনের তথ্য ফঁাস হয়েছে ইন্টারনেটে। ডবি্লউপিড্যাং নামে চীনা একটি ওয়েবসাইট `নকিয়া লুমিয়া ৮৩০' মডেলের স্মার্টফোনের এ তথ্য প্রকাশ করেছে। খবর এনডিটিভির।
নকিয়া লুমিয়া ৭১০ মডেলটির পরবর্তী সংস্করণ হতে পারে- লুমিয়া ৮৩০। লুমিয়া ৭১০ মডেলটি মিড রেঞ্জ বা মাঝারি দামের একটি স্মার্টফোন, যার পর্দার মাপ ৩.৭ ইঞ্চি। ১.৪ গিগাহার্টজের প্রসেসর ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত লুমিয়া ৭১০ মডেলটিতে রয়েছে উইন্ডোজ ফোন ৭.৫ অপারেটিং সিস্টেম।
ডবি্লউপিড্যাং ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, লুমিয়া ৮৩০ মডেলটি হবে উইন্ডোজ ৮ নির্ভর মিড রেঞ্জের স্মার্টফোন। স্মার্টফোনটি হবে সাশ্রয়ী। কালো, সাদা, লাল, হলুদ ও সবুজ এ পঁাচটি রঙে বাজারে আসবে লুমিয়া ৮৩০। Labels: বিজ্ঞান ও প্রযুক্তির খবর, মোবাইলীয় রিভিউ
Responses
0 Respones to "আসছে নকিয়ার লুমিয়া ৮৩০"
Post a Comment