যুক্তরাষ্ট্রের বাজার গবেষণা প্রতিষ্ঠানের দেয়া তথ্য অনুযায়ী সম্প্রতি ভিডিও গেমের হার্ডওয়্যার, সফটওয়্যার ও অন্যান্য যন্ত্রাংশ বিক্রি কমে গেছে। যুক্তরাষ্ট্রের বাজারে অক্টোবর মাসে ২৫ শতাংশ কমেছে ভিডিও গেমসংশি্লষ্ট পণ্য। খবর বিবিসির।
বাজার গবেষণা প্রতিষ্ঠান এনপিডি গ্রুপ জানিয়েছে, অক্টোবর মাসে বাজার ভিডিও গেমের বিক্রি কম হওয়ায় টানা ১১ মাস ধরেই রয়েছে ভিডিও গেম বিক্রির হার কমেছে। গত এক বছরে একশো কোটি ডলার কম বেচাকেনা হয়েছে। Labels: ইলেক্ট্রনিক্স, গেমস, প্রতিবেদন
Responses
0 Respones to "বিক্রি কমেছে ভিডিও গেমের"
Post a Comment