মাইক্রোসফট আনছে ভাষান্তরের সফটওয়্যার!





সম্প্রতি ভাষান্তর করার একটি সফটওয়্যার তৈরি করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এ সফটওয়্যারটি ইংরেজি ভাষায় উচ্চারিত শব্দকে দ্রুত চীনা ভাষার রূপান্তরিত করতে পারে। পরবর্তীতে এ সফটওয়্যার অন্যান্য ভাষার শব্দও ভাষান্তর করতে সক্ষম হবে। খবর বিবিসির।
এ প্রসঙ্গে মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, ভাষান্তর করার এ সফটওয়্যারটি পরীক্ষা করে দেখা গেছে তা শব্দ উচ্চারণ করার ধরন অনুসারে ভাষান্তর করে, ফলে অনুবাদ করলে তা শোনার সময় মূল শব্দের মতোই মনে হয় বা একই বক্তার কথা বলে মনে হয়।
`ইনস্ট্যান্ট ট্রান্সলেশন সিস্টেম'টিতে অনুবাদের সময় ভুলের সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়েছে বলেই জানিয়েছে মাইক্রোসফট। মানুষের মসি্তষ্ক যেভাবে শেখে, এ সফটওয়্যারের ক্ষেত্রে একই পদ্ধতি ব্যবহার করা হয়েছে।


Responses

0 Respones to "মাইক্রোসফট আনছে ভাষান্তরের সফটওয়্যার!"

Return to top of page Copyright © 2011 | AL AMIN ET Converted into Blogger Template by SEO Templates