মাইক্রোসফট অফিস এক্সেল এর সব থেকে
গুরুত্বপূর্ন যে কয়েকটি ফাংশন রয়েছে তার মধ্যে IF Logical function. এরই ধারাবাহিকতায় আজ ২য় পর্ব
প্রথম পর্ব দেখতে দেখুন এখানেঃ
If value_if_true is omitted:
এখন যদি আমরা এমন কোন কন্ডিশন IF Formula হিসাবে ব্যবহার করি যেন শর্ত পূরন
করলে রেজাল্টেন্ট সেল টি 0 Value Return করবে আর শর্ত পূরন না করলে False_Value
অনুযায়ী Output Cell এ ডাটা টি
দেখাবে।
লজিক টেষ্টঃ =IF(B1>10,,
"Bad")
Result if true:
0
Result if False:
Bad
অর্থাৎ চাইলেই শর্ত স্বপেক্ষে সেলে 0 বসাতে
পারেন। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন
যে, True_Value এর জায়গাতে কোন
প্রকার ডাটা ইনপুট দেওয়া হয়নি যার ফলে এটা Return True এর ভ্যালু হিসাবে 0 Return_Value দিবে।
এ ছাড়াও চাইলে double
quotes ("") ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে Return_Value হিসাবে Blank Cell দেখাবে।
এই ক্ষেতের ফর্মুলাটি নিম্নরুপ হবেঃ
লজিক টেষ্টঃ =IF(B1>10, "", "Bad")
Result if true:
[Blank Cell]
Result if False:
Bad
If value_if_false is omitted:
এখন যদি কোন ক্ষেত্রে এমন কোন শর্ত দেওয়ার
প্রয়োজন হয় যে, যদি শর্ত পুরন না হয় তাহলে Return_Value হিসাবে FALSE দেখাবে, তবে মজার বিষয় এটা যে Formula তে কোন প্রকার False_Value দেয়ার প্রয়োজন পড়বে না।
লজিক টেষ্টঃ =IF(B1>10,
"Good")
Result if true:
Good
Result if False:
FALSE
পুরো টিউটেরিয়াল টি দেখুন
উপরের লজিক টা দেখলে বুঝতে পারি যে, এখানে কোন False_Value এর ডাটা Return_Value হিসাবে প্রদান করা হয়নি, যার ফলে Formula এর Default_Value হিসাবে FALSE টি Output হিসাবে দেখাচ্ছে।
একই ভাবে যদি আমরা নিচের লজিক গুলি দিয়ে
চেষ্টা করি তাহলে সেই গুলির Output ও নিম্নরুপ হবেঃ
লজিক টেষ্টঃ =IF(B1>10,
"Good",)
Result if true:
Good
Result if False:
0
লজিক টেষ্টঃ =IF(B1>10,
"Good", "")
Result if true:
Good
Result if False:
[Blank Cell]
লজিক গুলো তে লক্ষ করলে দেখা যায়, প্রথম টিতে True_value কে একতি কমা(,) ব্যবহার করে আলাদা করে দেয়ার কারনে False_Return_Value টি 0 দেখাবে।
এবং দ্বিতীয় টিতে False_Value এর যায়গাতে double quotes ("") ব্যবহার
করায় False_Return_Value টি [Blank Cell] হিসাবে দেখাচ্ছে।
Get the IF function to display logical values TRUE or FALSE:
চাইলে আপনি IF Formula ব্যবহার করে True or False Value কে TRUE
or FALSE হিসাবে Output_Value হিসাবে
দেখাতে পারেন। যেহেতু IF
Logical Formula টি TURE or FALSE এর
উপরে ভিত্তি করে Condition টি চেক করে থাকে সেহেতু
ফর্মুলা টি নিম্নরুপ হবেঃ
পুরো টিউটেরিয়াল টি দেখুন
লজিক টেষ্টঃ =IF(B1>10, TRUE,
FALSE) অথবা, =IF(B1>10, TRUE)
Result if true:
TRUE
Result if False:
FALSE
Get IF to perform a math operation and return a
result:
চাইলে আপনি IF Logical Formula ব্যবহার করে TURE or False হিসাবে Math
operation করতে পারেন। এই ক্ষেত্রে আপনার Math Term টি TURE
or FALSE ভ্যালু এর জায়গাতে দিয়ে Formula টি লিখতে হবে। নিচের লজিক টেস্ট দুই টি লক্ষ করে আরো ক্লিয়ার হবেনঃ
লজিক টেষ্টঃ =IF(B1<10, B1-5, 10-B1)
Result if true:
B1-5
Result if False:
10-B1
Responses
0 Respones to "Using IF function in Excel: omitted-logical values-math operation"
Post a Comment