অনেক সময় আমাদের পিসির সিডি/ডিভিডি রোম নষ্ট হয়ে গেলে ভা কাজ না করলে সেটাপ দেয়ায় নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয় । বিশেষ করে যাদের নোটবুক তাদের সমস্যাটা একটু বেশি হয় ।। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সেই সমস্যার সমাধান । এটার জন্য ছোট সফটওয়্যার দরকার । সফটওয়্যারটির নাম UltaISO. তো চলুন দেখা যাক কিভাবে পেনড্রাইভ বুটেবল করবেন ।
১. প্রথমেই এখান থেকে UltraISO সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন
২. ইন্সটল শেষে “Run as Administrator” সিলেক্ট করে ওপেন করুন
৩. “File” থেকে “Open” সিলেক্ট করুন
৪. আপনার ISO ফাইলটি সিলেক্ট করুন
৬. কাজ শুরু করার জন্য “Write” এ ক্লিক করুন
৭. দেখুন আপনার পেনড্রাইভ বুটেবল হওয়া শুরু হয়ে গেছে
৮. কাজ শেষ হলে “Burn Successful” লেখাটি দেখাবে
Labels:
টিউটেরিয়াল
Previous Article

Responses
0 Respones to "কিভাবে পেনড্রাইভ বুটেবল করবেন !!!"
Post a Comment