আপনার FACEBOOK PAGE এ দিন স্মার্ট লুক। + লাইক বাড়ান সহজে।





আসসালামু আলাইকুমকেমন আছেন সবাইনিশ্চয়ই ভালআজকে আপনাদের জন্য ফেসবুক পেজের আনরিলিজড টিপস নিয়ে এলাম, সাথে হালকা একটা ডাউনলোডসৌন্দর্য কে, কেনা ভালবাসেআপনার ভিতরের রুপ যাই হোক বাহিরে চাইবেন যেন সুন্দর একটা রুপ ফুটে ওঠেআমরা অনেকেই বিভিন্ন ফেসবুক পেজ তৈরী করে থাকিবিভিন্ন কোম্পানী, ব্যবসায়িক বা জনপ্রিয়তার জন্য পেজ তৈরী করা হয়ে থাকেপেজের কভার ফটোই পেজকে মানুষের কাছে আকর্ষনীয় করে থাকেসেই পেজের জন্য স্মার্ট একটি কভার ফটো তৈরী করাই আমার আজকের পোষ্ট এর মূল উদ্দেশ্যতো চলুন শুরু করি


নিচের লিংক হতে .psd ফাইলটি ডাউনলোড করুন
লিংক: ডাউনলোড
 
Adobe Photoshop এর মাধ্যমে ডাউনলোডকৃত ফাইলটি ওপেন করুন
১. প্রথমে পেজের কভার ফটো তৈরী করবোএর জন্য আপনি 958 X 450 px বা তারও বেশি আকারের একটি ছবি নিবেন তাহলে বিভিন্ন এঙ্গেলে এডিট করতে পারবেনছবি নেয়ার জন্য আপনি এডোবি ফটোসপের Files > browse… এ ক্লিক করুনএখান থেকে আপনার পছন্দের ছবি বেছে নিন এবং তাতে ডাবল ক্লিক করুন
২. এখন tool প্যানেল হতে move tool সিলেক্ট করুনএর পর আপনার ছবিটাকে ড্রাগ করে আমার দেয়া psd ফাইল যা আপনি অলরেডি ওপেন করেছেন তাতে ছেড়ে দিন আপনার ছবিটা চলে আসবে  এখানে একটা বিষয় যে আমার দেয়া টেমপ্লেট লেয়ার যেন আপনার ইমেজ লেয়ারের উপরে থাকে

৩. এখন ছবিতে আপনি ইচ্ছামত গ্রাফিক্স উপাদান যোগ করুন ( অপশনাল )
৪. আপনার যাবতীয় এডিটিং করা শেষ হলে এখন সময় হলো ফেসবুকের জন্য দারুন একটা কভার ফটো ও প্রোফাইল ছবি তৈরী করারভেরি ইন্টারেস্টিং তাই নয় কি???
৫. এখন টেমপ্লেট লেয়ার সিলেক্টেড অবস্থায় ফটোসপের ম্যাজিক ওয়ান্ড টুলটি সিলেক্ট করুনউপরের অপশন প্যানেলের দিকে তাকানএখানের tolerance 0 করুন, contiguous এ চেক দিন এবং Anti-aliased এ আনচেক করুন
৬. এখন প্রোফাইল পিকচারের যে বক্স আছে তার ভিতরে ক্লিক করুন
৭. ফটোসপের টপ মেনু হতে সিলেক্ট করন: Image > Crop
৮. এখন আবার মেনু হতে File > Save as… ক্লিক করুনSave as উইন্ড্রো চালু হবেএখানের Save in এর যায়গায় আপনি আপনার তৈরী কৃত ছবিটি কোথায় রাখবেন তা দেখিয়ে ‍দিনFile name এর যায়গায় যেকোন নাম দিনFormate এর পাশে ড্রপডাউন মেনু হতে সিলেক্ট করুন JPEG বা আপনার পছন্দনীয় কিছুতারপর Save এ ক্লিক করুনQuality টা medium রেখে ok করুনআপনার প্রোফাইল পিক তৈরী হয়ে গেল
৯. এখন ফটোসপের টপ মেনু হতে Edit > Step Backward এ ক্লিক করুনদেখবেন আপনার ফুল টেমপ্লেট ইমেজটি আবার চলে এসেছে

এখন আপনার সময় হয়েছে ফেসবুক পেজের জন্য কভার ফটো তৈরী করার
১. এখন লেয়ার প্যানেল থেকে TEMPLATE BORDER টা ডিস্যাবল করে দিন
২. এখন আপনি আবার মেনু হতে File > Save as… ক্লিক করুনSave as উইন্ড্রো চালু হবেএখানের Save in এর যায়গায় আপনি আপনার তৈরী কৃত ছবিটি কোথায় রাখবেন তা দেখিয়ে ‍দিনFile name এর যায়গায় যেকোন নাম দিনFormate এর পাশে ড্রপডাউন মেনু হতে সিলেক্ট করুন JPEG বা আপনার পছন্দনীয় কিছু তারপর Save এ ক্লিক করুনQuality টা medium রেখে ok করুনআপনার কভার পিকচার তৈরী হয়ে গেলএখন আপনি যে পেজের এ্যাডমিন সে পেজে কভার ফটো ও প্রোফাইল ফটোটি আপলোড করুন আর নিজেই সম্মোহিত হউন

এখন দেখে নিন কিভাবে আপনার ফ্যান পেজের লাইক বাড়াবেন
আমারা যারা মোবাইল ব্যাবহার করি তাদের সবারই অন্তত ১টি ফেসবুক একাউন্ট আছে, এবং অনেকের আবার ফেসবুক ফ্যান পেজ আছেফ্যান পেজ তখনই পরিপ্ননতা পায় যখন এর ভিজিট স্যংখা বা লাইক বেশি হয়আর ফ্যান পেজের লাইক পেতে কত কষ্ট ও দেরি হয় তা হয়ত আপনারা জানেনঅন্যর ফ্যান পেজে যখন অনেক লাইক দেখেন নিশ্চয় আপনার ও ফ্যান পেজে লাইক পেতে ইচ্ছে করে আর ফ্যান পেজের লাইক কম থাকলে ফ্যান পেজ যতই ভালো হক আপনি লাইক কম পাবেনআজ আপনাদের একটি সাইটের কথা বলব যার মধ্যমে আপনি শুধু ফেসবুকের ফ্যান পেজ লাইক নয় আপনি আপনার টুইটার, গুগল প্লাস, ব্লগের ভিজিটর বাড়াতে পারবেন এক নিমিশেইএই সাইটে কিভাবে কাজ করবেন?

আপনি পথমে এই সাইটে একাউন্ট ওপেন করবেন তার পর অন্যর ফ্যান পেজে লাইক করবেন ফলে আপনার একাউন্টে কয়েন জমা হবেআর এই কয়েন দিয়েই আপনি আপনার ফ্যান পেজ লাইক বা ব্লগের ভিজিটর বাড়াতে পারবেন ছাড়া আপনি ইচ্ছা করলে এই কয়েন বিক্রি করে বিকাশের মাধ্যমে আপনি টাকা পেতে পারেনআর একদিন কাজ করলে আসা করি আপনি সব বুঝতে পারবেন
ভাল থাকবেন আর নিজের ফেসবুক পেজকে দিতে থাকুন স্মার্ট লুকধন্যবাদ


Responses

0 Respones to "আপনার FACEBOOK PAGE এ দিন স্মার্ট লুক। + লাইক বাড়ান সহজে। "

Return to top of page Copyright © 2011 | AL AMIN ET Converted into Blogger Template by SEO Templates