windows xp to windows7 Filr share with LAN






             WCG 2010 এর বাংলাদেশ পরবে NFS-Most Wanted গেমটা খেলেছিলাম LAN করেতখন বুঝতে পারলাম নেটওয়ার্কিং এর মজাএরপর আরো আগ্রহ বাড়ে প্রোগ্রামিং কন্টেস্ট করতে যেয়েতাই যেদিন থেকে বাসায় কম্পিউটারের সংখ্যা ২ হল, সেদিন থেকেই মাথায় নেটওয়ার্কিং বিষয়টা ঘুরতে থাকে১ দিন সাহস করে আমার বন্ধুর দোকান থেকে ২০০ টাকা দিয়া পিসি টু পিসি নেটওয়ার্কিং কেবল বানিয়ে আনলাম, সাথে কিভাবে করতে হবে সেটাও দেখে আসলামবাসায় ক্যাবল দিয়ে পিসি ২ টা কানেক্ট করে অনেক চেস্টা করেও কিছু করতে পারলাম নাবন্ধুকে ফোন দিয়ে বললাম, কিরে কিছু হয় না কেন? সে বলল কোন উইন্ডোজ চালাই, তখন খেয়াল করলাম, আমার ১ পিসিতে উইন্ডোজ 7 আর অন্যটায় উইন্ডোজ XPআমার বন্ধু বলল, আলাদা অপারেটিং সিস্টেমে নেটওয়ারকিং হবে না, ২টা একই হতে হবে (!) আমি এর পরেও হাল না ছেরে অই দিনই ঘাটাঘাটি করে নেটওয়ার্কিং করতে সক্ষম হই, কিন্তু কোন মতেই প্রিন্টার শেয়ার করতে পারি নাইসপ্তাহ আগে ঘটনা ঘটাই ফেলছিঘটনা বিস্তারিত নিচেঃ



নেটওয়ার্কিং এর জন্যে আমি পিসি টু পিসি ক্যাট-৫, আরজে-৪৫ ক্যাবল ব্যাবহার করেছিশুরুতেই ক্যাবল দিয়ে পিসি ২টা কানেক্ট করুন
নেটওয়ার্কিং শুরু করার আগে আসেন ওয়ার্মআপ করি, যেটা অনেক জরুরী
বেশিরভাগ ক্ষেত্রে সবাই যে ভুল করে তা হল, Workgroup এর নাম ২ পিসিতে আলাদা দেয়া থাকেসবার আগে ২ পিসিতে Workgroup এর নাম একই দিতে হবে কিভাবে? নিচে দেখুন

উইন্ডোজ এক্সপি তে Workgroup এর নাম বদলানোঃ
1. আপনার My Computer এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Properties ক্লিক করেনSystem properties ওপেন হবেএখান থেকে Computer Name এ ক্লিক করুন




2. এখানে আপনি আপনার Workgroup এর নাম দেখতে পাবেনএটা বদলানোর জন্য Change এ ক্লিক করুন




3. এবার আপনার অন্য পিসির Workgroup নামের সাথে মিলিয়ে নাম দিন



4. এবার ok করে বের হয়ে আসুনপিসি রিস্টার্ট করুনআপাতত কাজ শেষ

উইন্ডোজ সেভেন এ Workgroup এর নাম বদলানোঃ
1. আপনার My Computer এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Properties ক্লিক করেনSystem ওপেন হবেএখান থেকে Change settings এ ক্লিক করুন



2. System properties ওপেন হবেএখান থেকে Computer Name ট্যাব এ Change বাটনে ক্লিক করুন



3. এবার Computer Name/Domain Changes নামের নতুন উইন্ডোতে workgroup এর নাম  দিয়ে কয়েকবার ok করুন


4. এবার পিসি রিস্টার্ট করুন

আমাদের প্রথমিক কাজ শেষ, এখন আমারা আসল কাজ শুরু করব

(ক)উইন্ডোজ 7 আর XP এর মধ্যে ফাইল শেয়ারিং
1. উইন্ডোজ সেভেন পিসিতে Control Panel \ All Control Panel Items \ Network and Sharing Center then যানএখানে Change advanced sharing settings এ ক্লিক করুন


2. এখানে Home or Work এবং Public  এই দুই profile এর সেটিংস গুলো নিচের মত করে দিন


3. একদম নিচে Password protecting sharing পাবেন, এটা off  করে দিন, on রাখলেই ভেজাল
 

4. এবার My Computer থেকে Network এ যান


5. এখানে আপনি আপনার উইন্ডোজ এক্সপি আর উইন্ডোজ সেভেন এর পিসি দেখতে পাবেন এক্ষেত্রে MYSTICGEEK-PC হল উইন্ডোজ সেভেন এবং XPGEEK হল উইন্ডোজ এক্সপি





এভাবে ফাইল শেয়ারিং সম্পূর্ণ হলএবার আপনি আপনার উইন্ডোজ এক্সপি থেকে শেয়ারকৃত ফাইল উইন্ডোজ সেভেন এ এবং উইন্ডোজ সেভেন থেকে শেয়ারকৃত ফাইল উইন্ডোজ এক্সপি তে ব্যবহার করতে পারবেন






Responses

0 Respones to "windows xp to windows7 Filr share with LAN"

Return to top of page Copyright © 2011 | AL AMIN ET Converted into Blogger Template by SEO Templates