দক্ষিণ আফ্রিকার গরিব মানুষদের জন্য মুঠোফোনে বিনা মূল্যে ইন্টারনেটসেবা দেবে অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান গুগল। ১৪ নভেম্বর গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, বিনা মূল্যে ইন্টারনেটসেবা চালু করতে দক্ষিণ আফ্রিকার টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান টেলকমের সঙ্গে চুক্তি করেছে গুগল। এক খবরে এনডিটিভি জানিয়েছে, চুক্তি অনুযায়ী, যারা তথ্য পাওয়ার জন্য খরচ করতে অসমর্থ বা অপারগ, তাদের জন্য মুঠোফোনে বিনা মূল্যে ইন্টারনেটসেবা দেবে গুগল।
গুগল জানিয়েছে, ‘ফ্রি জোন’ সুবিধার আওতায় ইন্টারনেটের সুবিধাযুক্ত মুঠোফোনে বিনা মূল্যে জিমেইল ও গুগল প্লাস ব্যবহার করার সুযোগ থাকবে।
দক্ষিণ আফ্রিকার গুগলের ব্যবস্থাপক লিউক ম্যাকেন্ড জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার ৮০ শতাংশ মানুষের কাছে মুঠোফোন রয়েছে, তবে ইন্টারনেটের সুবিধা পেতে খরচ বেশি হওয়ায় তাঁরা বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। মেইল, ইন্টারনেট ব্রাউজ করা, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারে অনেক খরচ। মুঠোফোনে ইন্টারনেটের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি ফিলিপাইনেও এ ধরনের সুবিধা চালু করেছে গুগল।
সুত্রঃ প্রথম আলো
Responses
0 Respones to " দক্ষিণ আফ্রিকায় বিনা মূল্যে গুগলের ইন্টারনেট সেবা"
Post a Comment