প্রায়
এক সপ্তাহ বন্ধ রাখার পর গুগলের ইমেইল সেবা জিমেইলের ওপর থেকে নিষেধাজ্ঞা
তুলে নিয়েছে ইরান। ১ অক্টোবর সোমবার ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জিমেইলের
ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি জানিয়েছে। খবর রয়টার্সের।
এর আগে এক খবরে যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা জানিয়েছিল, ইউটিউব থেকে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কটাক্ষ করে নির্মিত মার্কিন চলচ্চিত্র না সরানোয় জিমেইলসহ গুগলের সব ধরনের সেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। ২৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য জিমেইলসহ গুগলের সব সেবা বন্ধ করে দিয়েছিল ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইরানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আবদুলসামাদ খোরামাবদি জানিয়েছিলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইরানে গুগল ও জিমেইল ফিল্টার করা হবে। ইরানে মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে তৈরি করা মার্কিন চলচ্চিত্রটির ইউটিউব ভিডিও লিংক ছড়ানো বন্ধ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গুগলের ইমেইল এবং সার্চ সেবার উপর থেকে ইরান নিষেধাজ্ঞা তুলে নিলেও ইউটিউবের উপর আরোপিত নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে বলেই জানিয়েছে বিবিসি।
ইরানের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি কমিটি জানিয়েছে দেশটি শুধুমাত্র ইউটিউব বন্ধ করতে চেয়েছিল কিন্তু তার পাশাপাশি অনিচ্ছাবশত জিমেইল সেবাটিও বন্ধ হয়ে যায়।
জিমেইল চালু করা হলেও তা ফিল্টার করা হবে বলে জানিয়েছে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে এক খবরে যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা জানিয়েছিল, ইউটিউব থেকে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কটাক্ষ করে নির্মিত মার্কিন চলচ্চিত্র না সরানোয় জিমেইলসহ গুগলের সব ধরনের সেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। ২৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য জিমেইলসহ গুগলের সব সেবা বন্ধ করে দিয়েছিল ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইরানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আবদুলসামাদ খোরামাবদি জানিয়েছিলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইরানে গুগল ও জিমেইল ফিল্টার করা হবে। ইরানে মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে তৈরি করা মার্কিন চলচ্চিত্রটির ইউটিউব ভিডিও লিংক ছড়ানো বন্ধ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গুগলের ইমেইল এবং সার্চ সেবার উপর থেকে ইরান নিষেধাজ্ঞা তুলে নিলেও ইউটিউবের উপর আরোপিত নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে বলেই জানিয়েছে বিবিসি।
ইরানের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি কমিটি জানিয়েছে দেশটি শুধুমাত্র ইউটিউব বন্ধ করতে চেয়েছিল কিন্তু তার পাশাপাশি অনিচ্ছাবশত জিমেইল সেবাটিও বন্ধ হয়ে যায়।
জিমেইল চালু করা হলেও তা ফিল্টার করা হবে বলে জানিয়েছে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
══════════════════ ╬ ═════════════════
পোষ্টটি লিখেছেন STJ- আল আমিন TM
ই-মেইলঃ- alaminjpi@gmail.comফেসবুকঃ- Al Amin ET
ব্লগঃ- আল আমিন ET.কম
"ভাল লাগলে কমেন্ট করবেন তাহলে আগ্রহ বাড়বে সাথে অনেক না জানা পোষ্ট পাবেন"
"ভাই গ্রাম এলাকা হতে লিখছি তো বুঝেনই ভুলতো হবেই আর ভুল হলে মাফ করবেন"
Responses
0 Respones to "ইরানে জিমেইলের ওপর নিষেধাজ্ঞা উঠল!!"
Post a Comment