উইন্ডোজ সেভেন থেকে প্রিন্টার শেয়ার
1. এজন্য প্রথমে Start menu থেকে Devices and Printers এ যান
2. এবার প্রিন্টার আইকনে ডাবল ক্লিক করুন
3. Customize your printer এ ডাবল ক্লিক করুন
4. লিস্ট থেকে আপনার প্রিন্টার সিলেক্ট করে ok করুন। তাহলে নিচের মত প্রিন্টারের Properties ওপেন হবে, এখান থেকে Sharing ট্যাব এ যান। এখানে Share this printer চেকবক্সে টিক দিয়ে প্রিন্টারের নাম দিন
5. আপনার উইন্ডোজ এক্সপি পিসিতে প্রিন্টার ড্রাইভার ইন্সটল করে নিন।
কাজ শেষ, আপনি দুই পিসি থেকেই প্রিন্ট করতে পারবেন
আর যদি কেঊ এক্সপি ও সেভেন শেয়ার করতে না পারেন তাহলে আমাদের পূরবের পোস্টটি পড়ুন।
1. এজন্য প্রথমে Start menu থেকে Devices and Printers এ যান
2. এবার প্রিন্টার আইকনে ডাবল ক্লিক করুন
3. Customize your printer এ ডাবল ক্লিক করুন
4. লিস্ট থেকে আপনার প্রিন্টার সিলেক্ট করে ok করুন। তাহলে নিচের মত প্রিন্টারের Properties ওপেন হবে, এখান থেকে Sharing ট্যাব এ যান। এখানে Share this printer চেকবক্সে টিক দিয়ে প্রিন্টারের নাম দিন
5. আপনার উইন্ডোজ এক্সপি পিসিতে প্রিন্টার ড্রাইভার ইন্সটল করে নিন।
কাজ শেষ, আপনি দুই পিসি থেকেই প্রিন্ট করতে পারবেন
আর যদি কেঊ এক্সপি ও সেভেন শেয়ার করতে না পারেন তাহলে আমাদের পূরবের পোস্টটি পড়ুন।
Labels:
ইলেক্ট্রনিক্স,
টিপস এন্ড ট্রিক্স




Previous Article

Responses
0 Respones to "Printer share XP to windows 7"
Post a Comment