যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল ও তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা এইচটিসি তাদের মধ্যকার পেটেন্ট সংক্রান্ত দ্বন্দ্ব মিটিয়ে সমঝোতার পথ বেছে নিয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২০১০ সালের মার্চ মাস থেকে অ্যাপল ও এইচটিসি পেটেন্ট নিয়ে পরস্পর মামলায় জড়িয়ে পড়েছিল। এ দুইটি প্রতিষ্ঠানের পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন দেশে ২০ টির মত মামলা চলছে।
অ্যাপল ও এইচটিসির সমঝোতা চুক্তির মেয়াদ আগামী ১০ বছর পর্যন্ত বলবত্ থাকবে। চুক্তি অনুযায়ী, এ সময়ে দুটি প্রতিষ্ঠান পরস্পরের পেটেন্ট সুবিধা নিতে পারবে।
সমঝোতায় পৌঁছাতে পেরে দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা খুশি হয়েছেন বলেই বিবিসি জানিয়েছে। Labels: বিজ্ঞান ও প্রযুক্তির খবর, মোবাইলীয় রিভিউ
Responses
0 Respones to "অ্যাপল ও এইচটিসির সমঝোতা"
Post a Comment