টবে রোপিত ফুল আর সেই একই পাত্রে বারবিকিউ বা গ্রিল করে খাবার রান্না! বিষয়টি কল্পনা করা খানিকটা দুঃসাধ্যই বটে, কিন্তু সম্প্রতি উদ্ভাবিত `হট-পট বিবিকিউ' নামের একটি মাটির পাত্রে ঠিক তাই করা যাবে। অর্থাত্ যেমন ছোটোখাটো ফুলের চারা বা গুল্ম রোপণ করা যাবে ঠিক তেমনি সে পাত্রটিতেই গ্রিল করে রান্না করাও যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, মাটির তৈরি পটটিকে বলা হচ্ছে টেরাকোটা পট। এ পাত্রে দুটি স্তর রয়েছে। পাত্রের উপরের অংশটি চারা রোপণের জন্য টব হিসেবে ব্যবহার করা যাবে আর পাত্রটির নীচের অংশে রান্না করা যাবে। পাত্রটির ভেতরে রয়েছে ইস্পাতের তৈরি অংশ এবং তাপ উত্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা। হট পট বিবিকিউ নামের এ টেরাকোটা পাত্রটি তৈরি করেছে লন্ডনভিত্তিক ব্ল্যাকবাম নামের একটি দুইজনের নকশাকারী দলের প্রতিষ্ঠান। Labels: এক্সকুলুসিভ পোস্ট, প্রতিবেদন
Responses
0 Respones to "একই পাত্রে ফুলের চাষ আর বারবিকিউ!"
Post a Comment