Excel এ কি ভাবে Binary থেকে Decimal এ Conversation করা হয় ?



Digital Electronics মানেই Binary Code এর নানান হিসাব-নিকাশ এক্ষেত্রে যত গুলো Conversation করার প্রয়োজন পড়ে তার মধ্যে অন্যতম হচ্ছে Binary to Decimal Conversation. এর দিকে লক্ষ্য রেখে আজকের আলোচ্য বিষয় Excel এ কিভাবে একটি Binary সংখ্যা কে খুব সহজেই একটি মাত্র Formula ব্যবহার করে Decimal সংখ্যাতে রুপান্তরিত করা যায় সেই প্রক্রিয়া দেখবো এবং পরিস্কার ধারনা নিবো...

কোথায় ব্যবহার করা হয়?
এটা ব্যবহার করা হয় কোন Binary সংখ্যা কে Decimal করার জন্য ব্যবহৃত হয়ে থাকে

Output Value কেমন হবে?
অবশ্যই Output Value টি একটা Decimal সংখ্যা হবে (Ex: 1,2,3,4,5,6,7,8)

Syntax টা কি?
=BIN2DEC (number)

Arguments টা কি হবে?
(number)- যে বাইনারি সংখ্যা Convert করতে চাইবেন সেটি এখানে দিতে হবে

ব্যবহারঃ
যারা বাইনারি এবং ডেসিম্যাল সংখ্যা সম্পর্কে অবগত আছেন তারা খুব সহজেই বুঝতে পারবেন এখন আপনি একটা Excel Worksheet নিন এবং সেখকার যে কোন Cell Binary Value Input দিন নিচের স্ক্রিন শর্ট এর মত
Table Model For Conversation
উপরের স্ক্রিন শর্টে ০৩ Digit এর কিছু বাইনারি সংখ্যা লেখা আছে এখন আমাদের মুল কাজ হচ্ছে এই বাইনারি সংখ্যা গুলো কে Formula ব্যবহার করে Decimal সংখ্যাই প্রকাশ করা এখন B2 Cell এ নিচের ফর্মুলা টা লিখে ফেলুন
=BIN2DEC(A2)

এর পরে নিচের সেল গুলোতেও একই ফর্মুলা ব্যবহার করি
BIN2DEC Formula
কপি করার পরে উপরের মত একটা ভিউ দেখতে পাবেন এখানে লক্ষ্য করলে দেখবেন যে প্রতিটা Binary Value কিন্তু Convert হয়ে Decimal Value দেখাচ্ছে

গ্রুত্বপূর্ণ কিছু নোটঃ
১. এই ফর্মুলা শুধু মাত্র Binary Value কে Convert করবে, অন্য কোন Value দিলে Error দেখাবে
২. Binary Value এর সাথে কোন প্রকার Mathematical sign (- ‘ + ‘ * ‘ / ) ব্যবহার করা যাবে না
৩. সর্বোচ্চ 10 Digit এর Binary Value ব্যবহার করা যাবে
৪. ৫১১ থেকে -৫১২ সংখ্যা পর্যন্ত Decimal Value Output হিসাবে দেখা যাবে

এটাই ছিলো Microsoft Excel Formula ব্যবহার করে কিভাবে আপনি Binary Value কে Decimal Value তে Convert করবেন

এখন ঝটপট নিচের লিঙ্কে গিয়ে আমার YouTubeChannel টা Subscribe করে রাখুন।
লিঙ্কঃ http://www.youtube.com/c/SolveTune

কোন প্রকার মতামত থাকলে নিচের ফেসবুকের কমেন্ট বক্স ইউজ করে কমেন্ট করতে পারেন।
কমেন্ট করার সময় অবশ্যই নিচের Check Box টিতে Click করবেন
সমস্যা হলে তারও নিচে ব্লগ কমেন্ট বক্স আছে সেখানেও করতে পারেন।


Responses

0 Respones to "Excel এ কি ভাবে Binary থেকে Decimal এ Conversation করা হয় ?"

Return to top of page Copyright © 2011 | AL AMIN ET Converted into Blogger Template by SEO Templates