আগষ্ট মাসের শীর্ষস্থানীয় বেশ কিছু নতুন পণ্য part-2



আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-9

এসেছে সাড়ে পাঁচ ইঞ্চি গ্যালাক্সি নোট!

স্মার্টফোন বাজারের শীর্ষ প্রতিষ্ঠান স্যামসাং তাদের গ্যালাক্সি নোট সিরিজে নতুন একটি স্মার্টফোন যোগ করেছেবার্লিনে বিগত আগস্ট মাসের ২৯ তারিখে এক অনুষ্ঠানে এ স্মার্টফোনটি বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি
যুক্তরাষ্ট্রের আদালতে `পেটেন্টনিয়ে স্যামসাং ও অ্যাপলের মধ্যে মামলা চলছেএ মামলার শুনানির সময়ে দুটি প্রতিষ্ঠানকেই তাদের বেশ কিছু পণ্যের তথ্য আগাম প্রকাশ করতে হয়েছে৩ আগস্ট শুক্রবার স্যামসাংয়ের এক মুখপাত্র জানিয়েছিলেন, `২৯ আগস্ট বার্লিনে স্যামসাং মোবাইল কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে নতুন গ্যালাক্সি নোটের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছি
ইউরোপের বৃহত্তম কনজুমার ইলেকট্রনিক ট্রেড ফেয়ার `আইএফএশুরু হওয়ার দুদিন আগেই নতুন এ স্মার্টফোনটির ঘোষণা আসবে স্যামসাংয়ের কাছ থেকে
এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুসারে, স্যামসাংয়ের গ্যালাক্সি নোটের নতুন সংস্করণটিকে বলা হতে পারে `গ্যালাক্সি নোট ২৫.৫ ইঞ্চি মাপের স্মার্টফোনটির ডিসপে্ল সহজে দাগ পড়বে না বা ভাঙবে নাএতে উন্নত ক্যামেরা ও দ্রুতগতির প্রসেসর থাকবে, যা অ্যাপলের নতুন স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে
বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, অ্যাপলের নতুন আইফোন এই সেপ্টেম্বরের প্রথমদিকেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে অ্যাপলের নতুন স্মার্টফোন বাজারে আসার আগেই স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে নতুন গ্যালাক্সি নোট বাজারে আনছে স্যামসাং উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসে অ্যাপলের স্মার্টফোনের দ্বিগুণ স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং!

নকিয়ার উইন্ডোজ ৮ নির্ভর নতুন স্মার্টফোন এই সেপ্টেম্বরে :

স্মার্টফোন বাজারে আনার সময় হিসেবে অধিকাংশ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানই যেন বেছে বেছে চলতি বছরের সেপ্টেম্বর মাসটিকেই ঠিক করে রেখেছে ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা নকিয়াও তাদের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর নতুন সিরিজের একটি স্মার্টফোন এ মাসেই বাজারে আনছে
২০০৭ সালে অ্যাপলের আইফোন বাজারে আসার পর থেকে স্মার্টফোনের বাজারে ৯০ শতাংশ দখল খুইয়েছে নকিয়াস্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে ২০১১ সালে নিজস্ব সিমবিয়ান অপারেটিং ছেড়ে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যোগ দিয়েছে নকিয়া
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বা এপ্রিল থেকে জুন মাসে লুমিয়া ৯০০ব্র্যান্ডের ৪০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে নকিয়াএকই সময়ে অ্যাপল বিক্রি করেছে সাড়ে তিন কোটিরও বেশি আইফোনআর স্যামসাং বিক্রি করেছে অ্যাপলেরও দ্বিগুণ

মোবাইলের আট কোর-বিশিষ্ট জিপিইউ :

মোবাইল চিপ নির্মাতা আর্ম নিয়ে এসেছে আট কোরের দ্বিতীয় প্রজন্মের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) ডিজাইনএর ফলে স্মার্টফোন এবং ট্যাবলেটগুলো আরও গ্রাফিক্স-ইন্টেনসিভ ভিডিও গেম এবং ছবি এডিট করার অ্যাপসগুলো দ্রুত কাজ করবেনতুন এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আগামী বছরের সেপ্টেম্বরে প্রথম পণ্যটি বাজারে পাওয়া যাবে বলে জানা গেছেএর আগে আর্মের তৈরির কোয়াড-কোর মালি ৪০০ জিপিইউ ব্যবহার করা হয়েছিল স্যামসাংয়ের গ্যালাক্সি এস থ্রি স্মার্টফোনেনতুন এ প্রযুক্তির সঙ্গে নতুন আরও তিনটি গ্রাফিক্স প্রসেসরের ঘোষণাও দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান আর্ম
বিশেষ করে ট্যাবলেট, স্মার্টফোনকে মাথায় রেখে এ জিপিইউটি তৈরি করা হয়েছে এর কোর প্রতি অ্যারিথমেটিক লজিক ইউনিটের সংখ্যা দ্বিগুণ হওয়ায় এর ক্ষমতাও আগের চেয়ে বেড়েছে চার গুণ
আর্মের পণ্য ব্যবস্থাপক স্টিভ স্টিল জানান, ‘ব্যবহারাকারীদের কথা মাথায় রেখেই আমাদের এ ধরনের চিপ তৈরি করা হয়েছেমোবাইল ডিভাইসের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) ডিজাইনের ক্ষেত্রে আর্ম দারুণ জনপ্রিয় হলেও জিপিইউর ক্ষেত্রে একদম নতুন
আর্ম কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে তাদের তৈরি মালি জিপিইউ সনি, এলজি, স্যামসাংসহ বিশ্বখ্যাত নির্মাতাদের তৈরি টেলিভিশনের চিপসেট নির্মাণে ব্যবহূত হচ্ছেটিভি বাজারেও বেশ জনপ্রিয় প্রতিষ্ঠানটির আশা নতুন প্রজন্মের গ্রাফিক্স প্রসেসর ব্যবহারের মাধ্যমে টেলিভিশনে উচ্চ গ্রাফিক্সের গেম খেলা যাবে আর নানা ধরনের মিডিয়া আরও দক্ষতার সঙ্গে প্রদর্শন করা যাবে




Responses

0 Respones to "আগষ্ট মাসের শীর্ষস্থানীয় বেশ কিছু নতুন পণ্য part-2"

Return to top of page Copyright © 2011 | AL AMIN ET Converted into Blogger Template by SEO Templates