আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-4
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-1
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-2
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-3
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-5
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-6
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-7
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-8
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-9
আসছে
অ্যান্ড্রয়েড-ভিত্তিক ক্যামেরা :
গুগলের তৈরি
মোবাইলের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড-ভিত্তিক ক্যামেরা বাজারে আসছে। আর এ
ক্যামেরা বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছে ক্যামেরা তৈরি নির্মাতা প্রতিষ্ঠান নিকন। এ ক্যামেরার
মাধ্যমে ব্যবহারকারীরা
সরাসরি গুগলের অ্যাপস্টোর গুগল প্লের সঙ্গে যেমন সংযোগ রাখতে পারবেন, তেমনি ক্যামেরাটির সঙ্গে চলবে, এমন অ্যাপ নামাতেও পারবেন। জানা গেছে, ক্যামেরাটির মডেল হবে কুলপিক্স
এস৮০০ অথবা এস৮০০সি। এ
ছাড়া ক্যামেরার
সঙ্গে থাকছে ৩.৫ ইঞ্চি পর্দা,
বিল্ট
ইন ওয়াইফাই, ২৫-২৫০ মিলিমিটার লেন্স গ্লোবাল পজিশনিং
সিস্টেম (জিপিএস) ইত্যাদি সুবিধা।
ক্যামেরাটিতে
ব্যবহূত হবে অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড সংস্করণ।
অ্যান্ড্রয়েডের এ ক্যামেরায় জনপ্রিয় অ্যাপস ইনস্টাগ্রাম, পিক্সেলার-ও-ম্যাটিক ইত্যাদি অ্যাপসগুলোও চালানো যাবে বলে জানা গেছে। ফলে ব্যবহারকারীরা নিজেদের তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ব্যবহার করতে পারবেন সহজেই। চলতি মাসেই ক্যামেরাটি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে নিকন কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছু জানায়নি। আগ্রহী ক্যামেরাপ্রেমীদের তাই অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।
অ্যান্ড্রয়েডের এ ক্যামেরায় জনপ্রিয় অ্যাপস ইনস্টাগ্রাম, পিক্সেলার-ও-ম্যাটিক ইত্যাদি অ্যাপসগুলোও চালানো যাবে বলে জানা গেছে। ফলে ব্যবহারকারীরা নিজেদের তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ব্যবহার করতে পারবেন সহজেই। চলতি মাসেই ক্যামেরাটি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে নিকন কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছু জানায়নি। আগ্রহী ক্যামেরাপ্রেমীদের তাই অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।
Galaxy S
III এবার কালো ও বাদামি রঙে!
সাদা আর নীল—এই দুই রঙের স্যামসাং গ্যালাক্সি
এস৩ স্মার্টফোন বাজারে
প্রচলিত। সম্প্রতি
জানা গেছে, রঙের
ক্ষেত্রে আরও বৈচিত্র্য আনতে যাচ্ছে স্যামসাং। সাদা ও নীলের পাশাপাশি কালো ও বাদামি রঙের গ্যালাক্সি এস৩ স্মার্টফোন বাজারে আনার
পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠান।
‘অ্যান্ড্রয়েড পুলিশ’ দাবি করেছে, স্যামসাংয়ের পণ্যতালিকার গোপন
তথ্য তাদের হাতে
এসেছে। ওই তালিকায় ‘স্যামসাং গ্যালাক্সি এস৩ ব্ল্যাক’ স্মার্টফোনের উল্লেখ রয়েছে। অ্যান্ড্রয়েড
পুলিশ আরও জানিয়েছে,
কালো
রঙের এস৩-এর জন্যই
সম্ভবত স্যামসাং মোবাইল ফোনের ফেসবুক পাতার রং পরিবর্তন করে কালচে করা হয়েছে।
স্যামসাং
জানিয়েছে, গ্যালাক্সি
এস৩ স্মার্টফোন বাজারে দারুণ সাড়া
ফেলেছে। এই
স্মার্টফোন বাজারে আসার দুই মাসের মধ্যে এক কোটির বেশি ইউনিট বিক্রি হয়েছে। শুধু দক্ষিণ
কোরিয়াতেই এস৩ বিক্রি হয়েছে প্রায় ১০ লাখ ইউনিট,
আর
অন্যান্য দেশে বিক্রি হয়েছে ৯০ লাখের বেশি। বিশ্বের ১৪০টির বেশি দেশে স্যামসাংয়ের নতুন মডেলের এ
স্মার্টফোন এখন পাওয়া যাচ্ছে।
প্রযুক্তিবিশ্লেষকেরা
জানিয়েছেন, সাদা ও নীল
রঙের পাশাপাশি গাঢ় কালো রঙের গ্যালাক্সি এস৩ বাজারে এলে এর বিক্রি আরও বাড়বে।
নতুন এই
স্মার্টফোনে রয়েছে চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ও শক্তিশালী প্রসেসর। আরও রয়েছে ৪
দশমিক ৮ ইঞ্চি মাপের পর্দা,
যা
আগের গ্যালাক্সি এস২
সংস্করণের
চেয়ে ২২ শতাংশ বড়। এখানে
এমন এক প্রযুক্তি সংযোজন করা হয়েছে, যা মানুষের চোখের পাতার ওঠানামা শনাক্ত করতে পারে এবং
ব্যবহারকারী যতক্ষণ পর্দার দিকে
তাকিয়ে থাকবে, ততক্ষণ এটি
বন্ধ হবে না। এতে
রয়েছে অ্যান্ড্রয়েডের
সর্বশেষ সংস্করণের অপারেটিং সিস্টেম। বাংলাদেশের
বাজারে গ্যালাক্সি
এস৩ স্মার্টফোনের দাম সাড়ে ৬৭ হাজার টাকা।
আইফোন ৫
প্রিঅর্ডার অক্টোবরে!
অ্যাপলের
আইফোনের নতুন সংস্করণ কবে নাগাদ বাজারে আসবে তা নিয়ে প্রযুক্তি বিশ্বে রয়েছে নানা
জল্পনা-কল্পনা। সম্প্রতি
অ্যাপল পণ্য বিষয়ক ওয়েবসাইট
আইমোরে প্রকাশিত এক ব্লগ পোস্টে দাবি করা হয়েছে, ১২ সেপ্টেম্বর
আইফোন
৫ বাজারে ছাড়ার ঘোষণা দেবে অ্যাপল আর এদিন থেকেই সর্বশেষ এ স্মার্টফোনটির প্রিঅর্ডার নেওয়া
শুরু অ্যাপল। প্রিঅর্ডার
নেওয়া শুরুর ঠিক নয়দিন পর ২১
সেপ্টেম্বর থেকে আইফোন সরবরাহ শুরু করবে প্রতিষ্ঠানটি।
আইমোরের ব্লগ
পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের
ক্রেতাদের কাছ থেকে ১২
সেপ্টেম্বর
প্রিঅর্ডার নেওয়া শুরু হলেও আন্তর্জাতিক বাজারে তা শুরু হবে ৫ অক্টোবর থেকে। অ্যাপলের
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়েই এ তথ্য উল্লেখ করেছে আইমোর।
এদিকে
অ্যাপলের পঞ্চম প্রজন্মের আইফোন ঘিরে এখনও গুজবের ছড়াছড়ি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, পঞ্চম প্রজন্মের আইফোন হতে পারে
হালকা-পাতলা ও বড় মাপের। এতে যুক্ত
হবে শক্তিশালী প্রসেসর,
বড়
ব্যাটারি, উন্নত ক্যামেরা, ছোটো আকারের ডক কানেক্ট ও নতুন
মাদারবোর্ড।
══════════════════ ╬ ═════════════════
পোষ্টটি লিখেছেন STJ- আল আমিন TM
ই-মেইলঃ- alaminjpi@gmail.comফেসবুকঃ- Al Amin ET
ব্লগঃ- আল আমিন ET.কম
"ভাল লাগলে কমেন্ট করবেন তাহলে আগ্রহ বাড়বে সাথে অনেক না জানা পোষ্ট পাবেন"
"ভাই গ্রাম এলাকা হতে লিখছি তো বুঝেনই ভুলতো হবেই আর ভুল হলে মাফ করবেন"
Responses
0 Respones to "আগষ্ট মাসের শীর্ষস্থানীয় বেশ কিছু নতুন পণ্য part-4"
Post a Comment