আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-6
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-1
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-2
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-3
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-4
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-5
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-7
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-8
আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-9
আধাডজন
স্মার্টফোন আনবে এসার :
অ্যান্ড্রয়েড
ও উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমনির্ভর আধাডজন স্মার্টফোন তৈরি করবে কম্পিউটার
হার্ডওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান এসার।
২০১৩
সালের মধ্যে এই স্মার্টফোনগুলো বাজারে আনবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে একটি স্মার্টফোনে ব্যবহূত হবে
মাইক্রোসফটের মোবাইল অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আর বাকি পাঁচটি মডেলের স্মার্টফোনে ব্যবহূত হবে গুগলের অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ।
এসারের
প্রেসিডেন্ট জিম ওয়াং তাইওয়ানের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমসকে জানিয়েছেন, আগামী বছরের জন্য এসার যেসব
স্মার্টফোন বাজারে আনার
পরিকল্পনা করেছে, তার মধ্যে
উইনডোজনির্ভর ও অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন থাকবে। এসারের হাই এন্ডের বা দামি মোবাইলগুলোতে
কোয়ালকমের তৈরি ডুয়াল কোর
প্রসেসর ব্যবহূত হবে আর সাশ্রয়ী বা লোয়ার এন্ডের স্মার্টফোনগুলোর জন্য চিপসেট তৈরি করবে মিডিয়াটেক।
ইউরোপ, চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার
দেশগুলোর বাজারে এ স্মার্টফোনগুলো
ছাড়ার
জন্য প্রস্তুতি নিচ্ছে এসার। দক্ষিণ-পূর্ব
এশিয়ার দেশগুলোর মধ্যে
ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতের বাজারকেই
বেশি গুরুত্ব দিচ্ছে
প্রতিষ্ঠানটি।
এলজি আনছে ৮৪
ইঞ্চি আলট্রা-ডেফিনেশন টিভি :
দক্ষিণ
কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান এলজি বিশ্বের বৃহত্তম আলট্রা-ডেফিনেশন
প্রযুক্তির (ইউডি) টেলিভিশন বাজারে আনছে। এলজি জানিয়েছে,
৮৪
ইঞ্চি মাপের এই টেলিভিশন উন্নত ছবি দেখাতে সক্ষম।
সেপ্টেম্বর
মাসে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে আসবে এই টেলিভিশন। অক্টোবর মাস থেকে এশিয়া ও লাতিন
আমেরিকার বাজারে ইউডি প্রযুক্তির টেলিভিশন বাজারে আনার কথা জানিয়েছে এলজি। টেলিভিশনটির
দাম হবে ২২ হাজার ৬৭ ডলার।
প্রযুক্তির
বিশ্লেষকেরা জানিয়েছেন,
বর্তমানে
টেলিভিশন বিক্রির দিক থেকে
বাজারে
দ্বিতীয় অবস্থানে রয়েছে এলজি। প্রথম স্থানটি দক্ষিণ কোরিয়ার আরেক প্রতিষ্ঠান স্যামসাংয়ের।
এলজি
জানিয়েছে, ইউডি প্রযুক্তি
বর্তমানে বাজারে থাকা হাই ডেফিনেশন
(এইচডি)
প্রযুক্তির তুলনায় উন্নততর ছবি দেখাতে সক্ষম। এটি ‘৪কে’ নামের পিকচার ফরম্যাট সমর্থন করে। এলজির নতুন
টেলিভিশন স্ক্রিনের প্রতিটি ফ্রেমে
পিক্সেলের
ঘনত্ব ৮০ লাখ, যা এইচডি
টেলিভিশনের ১০৮০ পিক্সেল রেজুলেশনের তুলনায় ৪ গুণ বেশি। এ বছরের জানুয়ারিতে লাস ভেগাসে
অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিক
শোতে (সিইএস) নতুন প্রযুক্তির এই টেলিভিশন দেখিয়েছিল এলজি।
বর্তমান
বাজারে ইউডি প্রযুক্তির ৫৫ ইঞ্চি মাপের টেলিভিশন বিক্রি করছে তোশিবা আর ২০ ইঞ্চি মাপের
টেলিভিশন বিক্রি করছে প্যানাসনিক। সনি ও স্যামসাং
শিগগিরই
এ প্রযুক্তির টেলিভিশন বাজারে আনবে।
বর্তমানে
এইচডি প্রযুক্তির বড় মাপের টেলিভিশনের মধ্যে রয়েছে স্যামসাংয়ের ৭৫ ইঞ্চি
এইচডিটিভি ও শার্পের ৯০ ইঞ্চি এইচডিটিভি।
সেপ্টেম্বরে ‘এ ফোন’!
অ্যাপলের
আইফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে অনলাইন রিটেইলার আমাজন একটি স্মার্টফোন বাজারে আনতে
পারে। চলতি বছরের
শেষ নাগাদ এই স্মার্টফোন
বাজারে
ছাড়তে পারে ‘কিন্ডল
ফায়ার’ ট্যাবলেটের
নির্মাতা প্রতিষ্ঠান আমাজন।
৬ সেপ্টেম্বর
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার শান্তা মনিকাতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে
প্রতিষ্ঠানটি। প্রযুক্তি
বিশ্লেষকেরা ধারণা করছেন, এ অনুষ্ঠানেই আমাজন প্রথম
স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দেবে।
অবশ্য আমাজন
সংবাদ সম্মেলনের বিষয় নিয়ে মুখ খোলেনি। শুধু সংবাদ সম্মেলনে যাওয়ার কথাই লিখেছে। প্রযুক্তি
বিশ্লেষকেরা ধারণা করছেন,
চলতি বছরে অ্যাপলের আইফোনের নতুন
সংস্করণ বাজারে আসতে পারে। আইফোনের সঙ্গে
প্রতিদ্বন্দ্বিতা
করতেই কিন্ডল ফায়ার ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে আনবে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি
বিশ্লেষকদের ধারণা, গুগলের
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের
সর্বশেষ
সংস্করণ জেলি বিন চালিত আমাজনের এই স্মার্টফোনের নাম ‘এ ফোন’ রাখতে পারে প্রতিষ্ঠানটি। আমাজন
কর্তৃপক্ষ অবশ্য তাদের পরিকল্পনার কথা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি, আবার স্মার্টফোন বাজারে আনার খবরটি একেবারে উড়িয়েও দেয়নি।
২০১১ সালের
শেষ দিকে বাজারে আসা কিন্ডল ফায়ার ট্যাবলেটের চেয়ে স্মার্টফোনটির আকার ছোট হতে পারে। এই
স্মার্টফোনে আমাজন অ্যাপ স্টোর,
থ্রিডি
ম্যাপ-সেবার সুবিধা যুক্ত করতে পারে প্রতিষ্ঠানটি।
══════════════════ ╬ ═════════════════
পোষ্টটি লিখেছেন STJ- আল আমিন TM
ই-মেইলঃ- alaminjpi@gmail.com
ফেসবুকঃ- Al Amin ET
ব্লগঃ- আল আমিন ET.কম
"ভাল লাগলে কমেন্ট করবেন তাহলে আগ্রহ বাড়বে সাথে অনেক না জানা পোষ্ট পাবেন"
"ভাই গ্রাম এলাকা হতে লিখছি তো বুঝেনই ভুলতো হবেই আর ভুল হলে মাফ করবেন"
আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-6
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-1
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-2
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-3
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-4
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-5
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-7
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-8
আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-9
২০১৩ সালের মধ্যে এই স্মার্টফোনগুলো বাজারে আনবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে একটি স্মার্টফোনে ব্যবহূত হবে মাইক্রোসফটের মোবাইল অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আর বাকি পাঁচটি মডেলের স্মার্টফোনে ব্যবহূত হবে গুগলের অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ।
══════════════════ ╬ ═════════════════
পোষ্টটি লিখেছেন STJ- আল আমিন TM
ই-মেইলঃ- alaminjpi@gmail.comফেসবুকঃ- Al Amin ET
ব্লগঃ- আল আমিন ET.কম
"ভাল লাগলে কমেন্ট করবেন তাহলে আগ্রহ বাড়বে সাথে অনেক না জানা পোষ্ট পাবেন"
"ভাই গ্রাম এলাকা হতে লিখছি তো বুঝেনই ভুলতো হবেই আর ভুল হলে মাফ করবেন"
Responses
0 Respones to "আগষ্ট মাসের শীর্ষস্থানীয় বেশ কিছু নতুন পণ্য part-6"
Post a Comment