আগষ্ট মাসের শীর্ষস্থানীয় বেশ কিছু নতুন পণ্য part--3



আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-3




তৈরি হচ্ছে সারফেস ট্যাব ২’ :


সারফেস ট্যাবলেটের দ্বিতীয় সংস্করণ তৈরিতে কাজ শুরু করছে মাইক্রোসফট ট্যাবলেটটির প্রথম সংস্করণ এখনো বাজারে আসেনিউইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ চালিত সারফেস ট্যাবলেট ২৬ অক্টোবর বাজারে ছাড়বে মাইক্রোসফট
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, বাজারে অ্যাপলের আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে সারফেস ট্যাবলেটের দ্বিতীয় সংস্করণ তৈরির কাজ শুরু করছে মাইক্রোসফটসারফেস দলে নিয়োগের জন্য নতুন করে অভিজ্ঞ কর্মকর্তা চেয়ে বিজ্ঞাপনও ছেপেছে প্রতিষ্ঠানটিমাইক্রোসফটের সারফেস ট্যাবলেটের নতুন সংস্করণ তৈরির জন্য বিভিন্ন ক্ষেত্রে প্রকৌশলী নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি

নতুন অল-ইন ওয়ান পিসি :

আসুসের ইটি১৬১১পিইউটি মডেলের স্পর্শকাতর সুবিধার অল-ইন ওয়ান পিসি বাজারে এসেছেএতে ১৫.৬ ইঞ্চির স্পর্শকাতর পর্দা থাকায় পিসির সব অ্যাপ্লিকেশনগুলো আঙুলের ছোঁয়ায় পরিচালনা করা যায়পিসিটিতে রয়েছে ১.৮ গিগাহার্জ গতির ইন্টেল এটম প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর-৩ র‌্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, অনবোর্ড গ্রাফিক্স, বিল্ট-ইন স্পিকার, গিগাবিট ল্যান, ওয়্যারলেস ল্যান, ওয়েবক্যাম, চারটি ইউএসবি ২.০ পোর্ট, ভিজিএ পোর্ট, কম পোর্ট, ইউএসবি মাউস ও কিবোর্ড ইত্যাদি

কাঠের তৈরি কম্পিউটার!



কম্পিউটার থেকে কার্বনের নিঃসরণ কমানোর লক্ষ্যে পরিবেশবান্ধব কম্পিউটার তৈরি করছে আয়ারল্যান্ডের প্রতিষ্ঠান মাইক্রোপ্রোআইএমইকো পিসিনামের পরিবেশবান্ধব এই টাচস্ক্রিন কম্পিউটার কাঠের তৈরি
নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোপ্রোর দাবি, এই কম্পিউটারটির ৯৮ শতাংশ রিসাইকেল করা যায়কম্পিউটারটিতে কাঠের তৈরি কাঠামোর সঙ্গে টাচস্ক্রিন যুক্ত করা হয়েছেকম্পিউটারের ফ্যানের পরিবর্তে কপার পাইপের বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়েছে, এর ফলে এতে শব্দ হয় নাএটি সাধারণ কম্পিউটারের তুলনায় ৭০ শতাংশ কম কার্বন নিঃসরণ করে
জার্মান বিজ্ঞানী আলেকজান্ডার স্লসারের নকশা করা এই কম্পিউটার ইউরোপিয়ান ইউনিয়ন ইকোলেবেল ফ্লাওয়ারপুরস্কার জিতেছে আলেকজান্ডার স্লসার পরিবেশবান্ধব এ কম্পিউটার প্রসঙ্গে জানিয়েছেন, টাচস্ক্রিনের এই কম্পিউটারটি খুব কম শক্তিতে চলেআইএমইকো পিসির পর কাঠের তৈরি ল্যাপটপ তৈরি করার ঘোষণাও দিয়েছেন তিনি


           ══════════════════ ╬ ═════════════════

পোষ্টটি লিখেছেন STJ- আল আমিন TM

 ই-মেইলঃ-  alaminjpi@gmail.com
ফেসবুকঃ-   Al Amin ET
ব্লগঃ-        আল আমিন ET.কম






"ভাল লাগলে কমেন্ট করবেন তাহলে আগ্রহ বাড়বে সাথে অনেক না জানা পোষ্ট পাবেন"
"ভাই গ্রাম এলাকা হতে লিখছি তো বুঝেনই ভুলতো হবেই আর ভুল হলে মাফ করবেন"


Responses

0 Respones to "আগষ্ট মাসের শীর্ষস্থানীয় বেশ কিছু নতুন পণ্য part--3"

Return to top of page Copyright © 2011 | AL AMIN ET Converted into Blogger Template by SEO Templates