আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-8
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-2
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-3
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-4
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-5
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-6
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-7
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-8
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-9
এবারে
গ্যালাক্সি এস ক্যামেরা!
দক্ষিণ
কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং এবারে আনছে অ্যান্ড্রয়েডনির্ভর
ডিজিটাল ক্যামেরা। স্যামসাংয়ের
জনপ্রিয় গ্যালাক্সি
এস সিরিজে যুক্ত হবে নতুন এ পণ্যটি। ১৬
মেগাপিক্সেলের এ ক্যামেরাটির
নাম ‘গ্যালাক্সি
এস ক্যাম’।
সেপ্টেম্বর
মাসে অনুষ্ঠিতব্য আইএফএ মেলায় এ পণ্যটির ঘোষণা করতে পারে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক
ওয়েবসাইট জিএসএম এরেনায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যকার পেটেন্টবিষয়ক মামলায় দক্ষিণ কোরিয়ার
প্রতিষ্ঠানটির হার হলেও নতুন পণ্য দিয়ে বাজার দখল করতে চাইছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের
অভিযোগ, এস সিরিজের
পণ্যগুলোতে অ্যাপলের
পেটেন্ট লঙ্ঘন করেছে স্যামসাং। যুক্তরাষ্ট্রের আদালত গ্যালাক্সি এস সিরিজের একাধিক পণ্য
যুক্তরাষ্ট্রের বাজারে নিষিদ্ধ করতে পারেন। তবে এবারে স্যামসাংয়ের নতুন পণ্য তালিকায় যুক্ত হচ্ছে
অ্যান্ড্রয়েড ৪.০ বা
আইসক্রিম
স্যান্ডউইচ চালিত ৪.৮ ইঞ্চি মাপের গ্যালাক্সি এস ক্যাম।
সহজেই
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছবি আপলোড করার সুবিধা যুক্ত এ ক্যামেরাটিকে স্যামসাংয়ের নতুন
স্মার্ট ক্যামেরা হিসেবেই বিবেচনা করছেন প্রযুক্তিবিশ্লেষকেরা। অবশ্য অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্ট
ক্যামেরা স্যামসাংয়ের
আগেই বাজারে আনার ঘোষণা দিয়েছে নিকন। প্রতিষ্ঠানটি সম্প্রতি অ্যান্ড্রয়েড ২.৩ নির্ভর
কুলপিক্স এস৮০০ সি মডেলের স্মার্ট ক্যামেরা বাজারে আনার ঘোষণা দিয়েছে। নিকনের
ক্যামেরায় গুগল প্লে মার্কেটপ্লেস
ব্যবহারের
সুবিধা থাকছে। ফলে
গুগল প্লে থেকে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। নিকনের ক্যামেরা চলতি বছরের সেপ্টেম্বর
মাসেই বাজারে আসবে।
এদিকে নিকনের
আগেই এ বছরের জানুয়ারি মাসে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিক শোতে
অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্ট ক্যামেরা বাজারে আনার ঘোষণা দিয়েছিল পোলারয়েড; তবে কবে নাগাদ বাজারে তা আসবে, সে তারিখ এখনো জানাননি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
স্যামসাং
আনছে গ্যালাক্সি প্লেয়ার ৫.৮ :
৩১ আগস্ট
থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বার্লিনে চলেছে আইএফএ ট্রেড ফেয়ার। এ মেলা উপলক্ষে আগেভাগেই বিভিন্ন
পণ্যের ঘোষণা দেওয়া শুরু করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং। প্রথম ঘোষণা
দেওয়া স্যামসাংপণ্যটি
হচ্ছে গ্যালাক্সি প্লেয়ার ৫.৮।
৫.৮ ইঞ্চি
মাপের মাল্টিমিডিয়া প্লেয়ারটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহূত হয়েছে। উন্নত
রেজুলেশনের ডিসপ্লে,
বড়
মাপের ব্যাটারিযুক্ত
গ্যালাক্সি প্লেয়ারে থাকছে ১৬ ও ৩২ গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধা, মাইক্রোএসডি স্লট, সামনের দিকে ভিজিএ ক্যামেরা, আইসক্রিম স্যান্ডউইচচালিত টাচ উইজার্ড, ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.০, ১ গিগাবাইট র্যাম ও প্লেস্টোর সমর্থন সুবিধা। এক খবরে এ
তথ্য জানিয়েছে এনডিটিভি।
স্যামসাংয়ের
গ্যালাক্সি প্লেয়ারের ক্ষেত্রে ৫.৮ হবে পঞ্চম সংস্করণ। এ সিরিজে অন্য সংস্করণগুলো হচ্ছে
গ্যালাক্সি প্লেয়ার৪,
গ্যালাক্সি প্লেয়ার৫, গ্যালাক্সি প্লেয়ার ৪.২ এবং গ্যালাক্সি
এস ওয়াই-ফাই ৩.৬। অবশ্য
আন্তর্জাতিক বাজারে ঠিক কবে থেকে এ মাল্টিমিডিয়া প্লেয়ারটি উন্মুক্ত হতে যাচ্ছে এবং এর
দামের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি স্যামসাং।
অক্টোবরে
স্যামসাংয়ের উইন্ডোজ ৮ নির্ভর ডেস্কটপ :
উইন্ডোজ ৮
অপারেটিং সিস্টেমনির্ভর ডেস্কটপ কম্পিউটার বাজারে আনছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য
নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং। চলতি বছরের
২৬ অক্টোবর
তিনটি উইন্ডোজনির্ভর অল-ইন-ওয়ান ডেস্কটপ কম্পিউটার বাজারে আনবে প্রতিষ্ঠানটি। প্রতিটি
কম্পিউটারে হাই ডেফিনেশন (এইচডি) টাচ ডিসপে্ল থাকবে।
স্যামসাংয়ের
এ তিনটি মডেলেই ব্যবহূত হবে ইনটেলের প্রসেসর। মডেল ও তথ্য ধারণক্ষমতার ভিত্তিতে
ডেস্কটপগুলোর দাম নির্ধারণ করবে স্যামসাং। দাম শুরু হবে ৭৪৯ ডলার থেকে।
স্যামসাংয়ের
নতুন ডেস্কটপগুলো আসবে সিরিজ ৭ ও সিরিজ ৫-এ। ২৭ ইঞ্চি এইচডি স্ক্রিনের ফুল টাচ সুবিধার মডেলটি যোগ হবে ৭ সিরিজে, যা মোশন কন্ট্রোল বা অঙ্গভঙ্গি শনাক্ত
করতে পারবে। ইনটেলের
শক্তিশালী প্রসেসর ও ৮
গিগাবাইট
র্যাম সুবিধার উইন্ডোজ ৮ নির্ভর এ ডেস্কটপ বাজারে আসবে অক্টোবরে। দাম হবে ১ হাজার ৬৯৯ ডলার।
স্যামসাং ৭
সিরিজের আরেকটি মডেল হবে ২৩ ইঞ্চি মাপের ডেস্কটপ। ২৭ ইঞ্চি ডেস্কটপটির তুলনায় এর প্রসেসরের
ক্ষমতা কম হবে। এতে
৬ গিগাবাইট র্যাম থাকবে। এ মডেলটির
দাম হবে ১ হাজার ৯৯ ডলার।
স্যামসাং ৫
সিরিজে বাজারে আসবে ইনটেল কোর আই ৩ প্রসেসরের ২১.৫ ইঞ্চি মাপের ডেস্কটপ কম্পিউটার। অল-ইন-ওয়ান
ডেস্কটপ হিসেবে এ মডেলটিতে থাকবে ৪
গিগাবাইট
র্যাম ও ৫০০
গিগাবাইট হার্ডডিস্ক সুবিধা। এর দাম হবে ৭৪৯ ডলার।
══════════════════ ╬ ═════════════════
পোষ্টটি লিখেছেন STJ- আল আমিন TM
ই-মেইলঃ- alaminjpi@gmail.comফেসবুকঃ- Al Amin ET
ব্লগঃ- আল আমিন ET.কম
"ভাল লাগলে কমেন্ট করবেন তাহলে আগ্রহ বাড়বে সাথে অনেক না জানা পোষ্ট পাবেন"
"ভাই গ্রাম এলাকা হতে লিখছি তো বুঝেনই ভুলতো হবেই আর ভুল হলে মাফ করবেন"
Responses
0 Respones to "আগষ্ট মাসের শীর্ষস্থানীয় বেশ কিছু নতুন পণ্য part-8"
Post a Comment