আগষ্ট মাসের শীর্ষস্থানীয় বেশ কিছু নতুন পণ্য part-7



আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-7



এবার আসছে স্মার্টঘড়ি!

স্মার্টফোনের পর এবার আসছে স্মার্টঘড়িতবে তা মেয়েদের জন্যসম্প্রতি বিশেষভাবে তৈরি করা হয়েছে এই স্মার্টঘড়িযুক্তরাষ্ট্রের চেরিল কেলোন্ড এবং সিলভিয়া ম্যারিনো নামে দুজন নারী এটি তৈরি করেছেন
ভৌগোলিক অবস্থান বের করার যন্ত্র গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএসযুক্ত যন্ত্রপাতি বাজারে সহজলভ্য হলেও তার সাহায্যে যেকোনো জায়গা নির্ধারণ করা বেশ সময়সাপেক্ষতা ছাড়া মেয়েদের জন্য দরকারি সুবিধা প্যানিক বাটনও এসব যন্ত্রে থাকে নাপ্যানিক বাটনের সাহায্যে একা চলাফেরার সময় কোনো সমস্যা হলে সাহায্যের জন্য কোনো বন্ধু বা কাছের মানুষের কাছে সংকেত পাঠানো যায়তাই এই স্মার্টঘড়ি
মজার ব্যাপার হলো, ঘড়িটির মাধ্যমে অন্যান্য ফিটনেস গেজেটের মতো হার্টবিট, ক্যালোরি খরচের পরিমাণ এবং কতটুকু দূরত্ব অতিক্রম করা হয়েছে তা সহজেই মাপা যাবেএ ধরনের স্মার্টঘড়ি আগামী বছর এপ্রিল মাসের মধ্যেই বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে এবং এটি বেশ জনপ্রিয়ও হবেআর এটির দাম পড়বে কমপক্ষে ২৪৯ ডলারতবে কেলোন্ড ও সিলভিয়া শুধু মেয়েদের জন্যই নয়, ছেলেদের জন্যও এ ধরনের ঘড়ি তৈরি করতে সক্ষম হবেন বলে জানা গেছে

আসছে নকিয়ার অ্যারোফাই’ :

আগামী ৫ সেপ্টেম্বর মাইক্রোসফটের সঙ্গে যৌথভাবে উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমনির্ভর দুটি স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করেছে নকিয়ানকিয়া ও মাইক্রোসফটের ঘনিষ্ঠ সূত্রের উল্লেখ করে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ জানিয়েছে, নকিয়ার লুমিয়া সিরিজে নতুন দুটি স্মার্টফোনের নাম হতে পারে অ্যারোফাই
নকিয়ার ফাইস্মার্টফোনটির বিপণন করবে যুক্তরাষ্ট্রের টেলিকম প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটিলুমিয়া ৮০০ ও লুমিয়া ৯০০ স্মার্টফোনের পরবর্তী সংস্করণ হিসেবে ফাইস্মার্টফোনটিতে থাকবে বড় আকারের বাঁকানো স্ক্রিন স্মার্টফোনটি পলিকার্বনেট বা শক্ত প্লাস্টিকের তৈরি হবেঅ্যারোস্মার্টফোনটি দামের দিক থেকে ফাইয়ের তুলনায় সাশ্রয়ী হবেএ স্মার্টফোনটি এটিঅ্যান্ডটি ও টি মোবাইল বাজারে আনবে
ফাই ও অ্যারোর পাশাপাশি অ্যাটলাসনামে একটি স্মার্টফোন তৈরি করছে নকিয়াঅ্যাটলাস বাজারে আনতে পারে ভেরিজন নেটওয়ার্ক নকিয়া ও মাইক্রোসফট কর্তৃপক্ষ অবশ্য নতুন এই স্মার্টফোনগুলোর দাম ও যন্ত্রাংশের বিষয়ে কোনো তথ্য জানায়নি

আইফোনের পর আইপ্যাড মিনি :

অ্যাপলের জনপ্রিয় পণ্য আইপ্যাডের ছোটো সংস্করণ আইপ্যাড মিনি চলতি বছরের অক্টোবর মাসে বাজারে আসতে পারেতবে ৭ ইঞ্চি মাপের এই নতুন পণ্যটি বাজারে আসার আগেই আইফোনের নতুন সংস্করণ বাজারে আনবে প্রতিষ্ঠানটি
১২ সেপ্টেম্বর পণ্য বিষয়ক একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপল অনুষ্ঠানেই আইফোনের সর্বশেষ সংস্করণের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটিতবে, ১২ সেপ্টেম্বরের অনুষ্ঠান বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও দেয়নি অ্যাপল
অল থিংস ডির ওয়েবসাইটে জানানো হয়েছে, আইফোনের নতুন সংস্করণের পরেই আইপ্যাড মিনি বাজারে আনার পরিকল্পনা করবে অ্যাপলবর্তমানে আইপ্যাড মিনি উত্পাদন পর্যায়ে রয়েছেআইফোনের নতুন সংস্করণের ঘোষণা দেওয়ার পর অক্টোবর মাসে আলাদা একটি অনুষ্ঠান করে আইপ্যাড মিনি বাজারে ছাড়ার ঘোষণা দিতে পারেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট আইমোর জানিয়েছে, আইপ্যাড মিনি বর্তমানে ৯.৭ ইঞ্চি আইপ্যাডের রেজুলেশন যুক্ত হলেও এর দাম হবে মাত্র ২০০ থেকে ২৫০ ডলার! বর্তমান সময়ের আইপ্যাডের প্রায় সব সুবিধাই থাকবে নতুন আইপ্যাড মিনিতে
প্রযুক্তি বিশে্লষকরা জানিয়েছেন, বাজারের আমাজন কিন্ডল ফায়ার, গুগল নেক্সাস ৭, স্যামসাং গ্যালাক্সি ও উইন্ডোজ ৮ ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ছোটো আকারের আইপ্যাড বাজারে আনছে প্রতিষ্ঠানটি


           ══════════════════ ╬ ═════════════════

পোষ্টটি লিখেছেন STJ- আল আমিন TM

 ই-মেইলঃ-  alaminjpi@gmail.com
ফেসবুকঃ-   Al Amin ET
ব্লগঃ-        আল আমিন ET.কম






"ভাল লাগলে কমেন্ট করবেন তাহলে আগ্রহ বাড়বে সাথে অনেক না জানা পোষ্ট পাবেন"
"ভাই গ্রাম এলাকা হতে লিখছি তো বুঝেনই ভুলতো হবেই আর ভুল হলে মাফ করবেন"



Responses

0 Respones to "আগষ্ট মাসের শীর্ষস্থানীয় বেশ কিছু নতুন পণ্য part-7"

Return to top of page Copyright © 2011 | AL AMIN ET Converted into Blogger Template by SEO Templates