আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-5
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-1
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-2
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-3
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-4
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-6
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-7
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-8
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-9
সনির নতুন “এক্সপেরিয়া
টিএক্স” :
ইলেকট্রনিক
পণ্য নির্মাতা সনি তাদের এক্সপেরিয়া সিরিজে নতুন মডেলের স্মার্টফোন যুক্ত করছে। এক্সপেরিয়া
ব্লগে প্রকাশিত তথ্য অনুসারে,
চলতি বছরের ২৯ আগস্ট ‘এক্সপেরিয়া টিএক্স’ নামের নতুন এ স্মার্টফোনটি
বাজারে এনেছে
জাপানের এ প্রতিষ্ঠানটি।
২৯ আগস্ট
দক্ষিণ স্যামসাং ‘গ্যালাক্সি
নোট ২’ ঘোষণা দেয়। একই দিনে
সনিও তাদের
জনপ্রিয় এক্সপেরিয়া সিরিজে নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছিল।
সনি
এক্সপেরিয়া টিএক্স স্মার্টফোনটিতে থাকবে ৪.৬ ইঞ্চি মাপের পর্দা। অ্যান্ড্রয়েড ৪.০ বা আইসক্রিম
স্যান্ডউইচচালিত এ স্মার্টফোনটিতে ১.৫ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর ও ১ গিগাবাইট তথ্য সংরক্ষণ
সুবিধা থাকবে। স্মার্টফোনটির
পেছনে থাকবে ফ্ল্যাশসুবিধাসহ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, সনি এক্সমোর আর সেন্সর ও সামনের দিকে
১.৩ মেগাপিক্সেল ক্যামেরা।
“এক্সপেরিয়া
এসএল”
সনি তাদের
এক্সপেরিয়া সিরিজে ‘এক্সপেরিয়া
এস’ স্মার্টফোনটির
পরবর্তী সংস্করণ
হিসেবে ‘এক্সপেরিয়া
এসএল’ বাজারে এনেছে। প্রযুক্তি
বিশ্লেষকেরা সনির
এক্সপেরিয়া এস স্মার্টফোনটিকে বাজারের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন হিসেবেই রায় দিয়েছেন।
নতুন এই
স্মার্টফোন প্রসঙ্গে সনি জানিয়েছে,
এক্সপেরিয়া
এসএল স্মার্টফোনটিতে
থাকছে ১.৭ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর যা এক্সপেরিয়া এসের তুলনায় উন্নত।
উল্লেখ্য, এক্সপেরিয়া এস স্মার্টফোনটিতে রয়েছে ১.৫ গিগাহার্টজ প্রসেসর। এ স্মার্টফোনটি ৪.৩ ইঞ্চি মাপের এবং এতে থাকবে ১২.১ মেগাপিক্সেল ক্যামেরা।
আইসক্রিম স্যান্ডউইচ চালিত ফোনটি সিলভার, কালো, সাদা ও গোলাপি রঙে বাজারে আসবে। তবে নতুন স্মার্টফোনটির দাম বিষয়ে কোনো তথ্য জানায়নি সনি।
উল্লেখ্য, এক্সপেরিয়া এস স্মার্টফোনটিতে রয়েছে ১.৫ গিগাহার্টজ প্রসেসর। এ স্মার্টফোনটি ৪.৩ ইঞ্চি মাপের এবং এতে থাকবে ১২.১ মেগাপিক্সেল ক্যামেরা।
আইসক্রিম স্যান্ডউইচ চালিত ফোনটি সিলভার, কালো, সাদা ও গোলাপি রঙে বাজারে আসবে। তবে নতুন স্মার্টফোনটির দাম বিষয়ে কোনো তথ্য জানায়নি সনি।
বিশ্বের
ক্ষুদ্রতম ক্যাপাসিটর বানাল মুরাতা !
বিশ্বের
ক্ষুদ্রতম ক্যাপাসিটর তৈরির দাবি করেছে জাপানের ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান মুরাতা। মুরাতার দাবি, ক্ষুদ্রতম এ ক্যাপাসিটরটি অধিক পরিমাণে বিদ্যুত্ সংরক্ষণ করে
রাখতে পারে। ক্ষুদ্রতম
এ ক্যাপাসিটরটি দৈর্ঘ্যে
০.২৫ মিলিমিটার ও প্রস্থে ০.১২৫ মিলিমিটার।
৫ সেপ্টেম্বর
এ ক্যাপাসিটর তৈরির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। মুরাতার তৈরি ক্ষুদ্র এ যন্ত্রাংশ
স্মার্টফোন, ট্যাবলেট
কম্পিউটার, ল্যাপটপ, চিকিত্সাক্ষেত্রে ব্যবহূত
যন্ত্রাংশসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যে ব্যবহার করা যাবে।
মুরাতার
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইয়োকি হামাজি এ প্রসঙ্গে জানিয়েছেন, মুরাতার তৈরি ক্ষুদ্র একটি
বিন্দুর সমান এ ক্যাপাসিটরটি
ইলেকট্রনিক
যন্ত্রে ব্যবহার করলে পণ্যটি অত্যন্ত হালকা-পাতলা করে নির্মাণ করতে পারবে নির্মাতা
প্রতিষ্ঠানগুলো। এ
ক্যাপাসিটর ব্যবহারে ব্যাটারির আয়ু বাড়বে এবং তা অধিক সময় চার্জ ধরে রাখতে সক্ষম হবে।
ইয়োকি
হামাজি আরও জানিয়েছেন,
চার্জ
ধরে রাখার জন্য এ ধরনের ক্ষুদ্র
যন্ত্রাংশ
তৈরি করা সব সময়ই একটি চ্যালেঞ্জ। এটা এত ছোটো যে,
খালি
চোখে প্রায় দেখাই
যায় না।
উল্লেখ্য, সিরামিকের তৈরি ক্যাপাসিটর
বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসেবে
বিশ্ব
বাজারের শীর্ষে রয়েছে মুরাতা। মুরাতার দখলে রয়েছে বাজারের ৩৫ শতাংশ। ২০ শতাংশ বাজারের দখল নিয়ে মুরাতার পরের অবস্থানে রয়েছে
স্যামসাং।
══════════════════ ╬ ═════════════════
পোষ্টটি লিখেছেন STJ- আল আমিন TM
ই-মেইলঃ- alaminjpi@gmail.comফেসবুকঃ- Al Amin ET
ব্লগঃ- আল আমিন ET.কম
"ভাল লাগলে কমেন্ট করবেন তাহলে আগ্রহ বাড়বে সাথে অনেক না জানা পোষ্ট পাবেন"
"ভাই গ্রাম এলাকা হতে লিখছি তো বুঝেনই ভুলতো হবেই আর ভুল হলে মাফ করবেন"
Responses
0 Respones to "আগষ্ট মাসের শীর্ষস্থানীয় বেশ কিছু নতুন পণ্য part-5"
Post a Comment