আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-9
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-1
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-2
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-3
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-4
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-5
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-6
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-7
- আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-8
ডেল আনলো
উইন্ডোজনির্ভর ঘুর্ণায়মান স্ক্রীণের আলট্রাবুক!
বার্লিনে
অনুষ্ঠিত আইএফএ সম্মেলন উপলক্ষে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল ‘এক্সপিএস ডুয়ো ১২’ নামের নতুন একটি আলট্রাবুকের
ঘোষণা দিয়েছে যার স্ক্রিন
ঘুরিয়ে ট্যাবলেট বা ল্যাপটপ যেকোনো ভাবেই ব্যবহার করা যায়।
৩০ আগস্ট হাই
ডেফিনেশন (এইচডি) টাচস্ক্রিনের পাতলা ধাতব কাঠামোর এ আলট্রাবুকটির ঘোষণা দিয়েছে ডেল। ডেল
কর্তৃপক্ষ জানিয়েছে,
নতুন
এ আলট্রাবুকটিতে
নোটবুক বা ট্যাবলেট যেকোনো ভাবেই উইন্ডোজ অ্যাপ্লিকেশন ব্যবহার করার সুবিধা থাকবে। এই আলট্রাবুকটি
ইন্সপায়রন ডুয়োর চেয়েও
যথেষ্ট
শক্তিশালী হবে।
উল্লেখ্য, ডেলের ইন্সপায়রন ডুয়োতে রয়েছে
ডুয়াল কোর অ্যাটম প্রসেসর। নতুন এ পণ্যটি বাজারে আনার তারিখ ও দাম এখনও ঠিক করেনি ডেল।
স্যামসাং
আনছে উইন্ডোজ ফোন :
দীর্ঘদিন ধরে
গুগলের তৈরি মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন বের করার পর এবার
মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম (ওএস) উইন্ডোজ-৮ চালিত স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে
স্যামসাং। বিশ্বের অন্যতম শীর্ষ এ প্রযুক্তি
প্রতিষ্ঠানই প্রথম উইন্ডোজ-৮ চালিত স্মার্টফোন তৈরির ঘোষণা দিল।
সম্প্রতি
অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনগুলোর সঙ্গে অ্যাপলের ডিজাইন-সংক্রান্ত মামলায়
যুক্তরাষ্ট্রের একটি আদালতে নিজেদের হারের পরই এমন ঘোষণা এল স্যামসাংয়ের পক্ষ থেকে। গবেষক সিড
পারাকের মতে, ‘এটা একটা দারুণ উদ্যোগ স্যামসাংয়ের জন্য। এর ফলে আরেক
ফোন নির্মাতা প্রতিষ্ঠান
নকিয়ার
তুলনায় এগিয়ে যেতে পারবে স্যামসাং।’
বর্তমানে
বাজারে উইন্ডোজ-চালিত
নকিয়ার ফোনের ব্যবহার বেশি হচ্ছে। নকিয়ার বাইরে বেশ কয়েকটি প্রতিষ্ঠান উইন্ডোজ ওএস দিয়ে স্মার্টফোন তৈরি করলেও
তেমন জনপ্রিয়তা
পায়নি। এবার
স্যামসাংয়ের হাত ধরে উইন্ডোজ ফোন আবার জনপ্রিয়তা ফিরে পেতে পারে বলে আশাবাদী মাইক্রোসফট।
২৬ অক্টোবর
আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে কম্পিউটার, ট্যাবলেট,
স্মার্টফোনে
ব্যবহারের উপযোগী উইন্ডোজ-৮ অপারেটিং সিস্টেম। এ নিয়ে বেশ আশাবাদী মাইক্রোসফট। উইন্ডোজ-৮
চালিত স্যামসাংয়ের এটিআইভিএস ফোনটিতে থাকবে গরিলা কাচের ৪.৮ ইঞ্চি পর্দা, ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, সামনের দিকে ১.৯ মেগাপিক্সেলের ক্যামেরা-সুবিধা। চলতি বছরের
নভেম্বরের মধ্যেই নতুন এ
স্মার্টফোনটি
পাওয়া যাবে বলে জানা গেছে।
গেমারদের
জন্য বিএমডব্লিউ’র মাউস :
গেমারদের
জন্য বিশেষ নকশার একটি গেমিং মাউস তৈরি করেছে বিএমডব্লিউ গ্রুপ ডিজাইনওয়ার্কসইউএসএ। নির্মাতা
প্রতিষ্ঠানের দাবি,
‘লেভেল
১০ এম’ নামের এই মাউসটি গেম খেলার সময় গেমারদের ‘বিএমডব্লিউ’ ব্র্যান্ডের গাড়ি চালানোর মতই অভিজ্ঞতা দেবে।
বিএমডব্লিউ
মাউসটির গেমারের হাত ঠান্ডা রাখবে কারণ এতে ব্যবহূত হয়েছে হাত ঠান্ডা রাখার বিশেষ পদ্ধতি। এছাড়াও
মাউসটির উচ্চতা কমানো-বাড়ানোর
বিশেষ
ব্যবস্থা রয়েছে। মাউসটির
কি প্রোগ্রাম করে রাখা যায়। মাউসটির সঙ্গে
যে
সফটওয়্যার যুক্ত করা রয়েছে তা গেমের ভিজ্যুয়াল অনুসারে কাজ করতে পারে। মাউসটিতে
বিভিন্ন রংয়ের বাতিও জ্বলে। ইউরোপ,
যুক্তরাষ্ট্র
ও এশিয়ার অনলাইন স্টোর
ও কম্পিউটার হার্ডওয়্যারের দোকানে এ মাউসটি শিগগিরই পাওয়া যাবে। এর দাম পড়বে
৯৯ ডলার।
গত এক মাসে
উল্লেখযোগ্য এই জিনিসগুলোই পেটেন্ট হয়েছে। যার মাঝে কিছু দখল করেছে বাজারের
শীর্ষস্থান।
অনেক কষ্ট করে copy past করে টিউন টি দিয়েছি, টিউন কেমন
লাগলো জানাবেন। এখন
থেকে প্রতি একমাস পর পর বাজারে আসা নতুন পণ্য নিয়ে মেগা টিউন করার চেষ্টা করব।
আজ এই
পর্যন্তই! সবাই ভালো থাকুন,
সুস্থ
থাকুন এবং অবশ্যই প্রযুক্তির সাথে থাকুন।
ধন্যবাদ!
ডেল আনলো উইন্ডোজনির্ভর ঘুর্ণায়মান স্ক্রীণের আলট্রাবুক!
══════════════════ ╬ ═════════════════
পোষ্টটি লিখেছেন STJ- আল আমিন TM
ই-মেইলঃ- alaminjpi@gmail.comফেসবুকঃ- Al Amin ET
ব্লগঃ- আল আমিন ET.কম
"ভাল লাগলে কমেন্ট করবেন তাহলে আগ্রহ বাড়বে সাথে অনেক না জানা পোষ্ট পাবেন"
"ভাই গ্রাম এলাকা হতে লিখছি তো বুঝেনই ভুলতো হবেই আর ভুল হলে মাফ করবেন"
Responses
0 Respones to "আগষ্ট মাসের শীর্ষস্থানীয় বেশ কিছু নতুন পণ্য part-9"
Post a Comment